Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শপথের আগে দলের বৈঠক ডাকলেন মমতা

শপথ গ্রহণের দু’দিন আগেই কালীঘাটে দলের সব বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে রেড রোডে জমকালো অনুষ্ঠান করে মমতার শপথ নেওয়ার কথা শুক্রবার। তার আগে বুধবার দলের বিধায়ক-সাংসদদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:৩৫
Share: Save:

শপথ গ্রহণের দু’দিন আগেই কালীঘাটে দলের সব বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে রেড রোডে জমকালো অনুষ্ঠান করে মমতার শপথ নেওয়ার কথা শুক্রবার। তার আগে বুধবার দলের বিধায়ক-সাংসদদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন তিনি। ভোটের ফলপ্রকাশের পরে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বার বৈঠক করেছেন তৃণমূল নেত্রী। যে বৈঠকে মমতাকে পরিষদীয় দলের নেত্রী নির্বাচন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে ফের বিধায়কদের ডাকা হয়েছে। সঙ্গে ডাক পেয়েছেন সাংসদেরাও। তৃণমূলের একটি সূত্রের বক্তব্য, নতুন মন্ত্রিসভা গড়ার আগে দলের মধ্যে আলোচনা চাইছেন মমতা। এ বার বিপুল সাফল্যের মধ্যেও ৯ মন্ত্রী হেরে যাওয়ায় মন্ত্রিসভায় কিছু নতুন মুখের অন্তর্ভুক্তি অবধারিত। সে সব নিয়েই বৈঠকে কথা হতে পারে। যদিও দলের অন্য অংশের মত, মন্ত্রিসভায় কাউকে রাখা বা না রাখার সিদ্ধান্ত একান্তই দলনেত্রীর। এত বড় বৈঠকে তা নিয়ে আলোচনার সম্ভাবনা কম। দলের এক শীর্ষ নেতার কথায়, ‘‘বিধায়ক ও সাংসদদের নিয়ে শুধু বৈঠক ডাকার সিদ্ধান্তই জানানো হয়েছে। আলোচ্যসূচি কিছু ঘোষণা হয়নি। মন্ত্রিসভা গঠন নিয়ে না হলেও নতুন সরকারের অভিমুখ নিয়ে আলোচনা চাইতে পারেন দলনেত্রী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee meeting oath taking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE