Advertisement
১৬ এপ্রিল ২০২৪
State News

জেলা সদর থেকে এ বার ‘বাংলাশ্রী এক্সপ্রেস’

রাজ্যে চালু হল ‘বাংলাশ্রী এক্সপ্রেস’ বাস পরিষেবা। বুধবার নবান্ন থেকে নতুন এই পরিষেবার অনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ১৫:৩০
Share: Save:

রাজ্যে চালু হল ‘বাংলাশ্রী এক্সপ্রেস’ বাস পরিষেবা। বুধবার নবান্ন থেকে নতুন এই পরিষেবার অনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন নন-স্টপ ওই বাস পরিষেবার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের সুবিধার্থেই কলকাতার সঙ্গে প্রতিটি জেলা সদরের মধ্যে এই ‘নন- স্টপ’ বাস পরিষেবা চালু করা হল। এতে খুব কম সময়ের মধ্যে সব জেলার সঙ্গে মহানগরের যোগাযোগ গড়ে উঠবে।”

পরিবহণ দফতর সূত্রে খবর, ‘বাংলাশ্রী এক্সপ্রেস’ পরিষেবার ফলে প্রতিটি জেলার প্রত্যন্ত এলাকার মানুষ তাড়াতাড়ি কলকাতায় পৌঁছতে পারবেন। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ আরও বাড়বে। দফতরের এক কর্তা জানিয়েছেন, বাসগুলি অত্যন্ত আধুনিক। বাতানুকুল এক একটি বাসের মূল প্রায় দেড় কোটি টাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতেই এমন উদ্যোগ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ঋণ পুনর্গঠন নিয়ে রাজ্যের দাবি বিবেচনার আশ্বাস দিল কমিশন

আরও পড়ুন: যাদবপুর স্বশাসিত, তাই মন্তব্য নয়: পার্থ

এ দিন উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পথ নিরাপত্তার প্রসঙ্গে বলেন, “আগের থেকে দুর্ঘটনাও অনেক কমেছে। রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ প্রকল্পের কারণে মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে। আরও সতর্ক হতে হবে।”

পরিবহণ দফতর ও পুলিশের উদ্দেশে তিনি বলেন, “অবিলম্বে সরকারি গাড়িতে বাধ্যতামূলক ভাবে বড় বড় করে স্টিকার লাগাতে হবে। যাতে মানুষের চোখে পড়ে। আমিও গাড়ির সামনে ‘সেফ ড্রাইফ, সেভ লাইফ’-এর স্টিকার লাগিয়েছি। আপনাদেরও গাড়ির সামনে ও পিছনে এই স্টিকার লাগানোর অনুরোধ করছি।’’

‘বাংলাশ্রী এক্সপ্রেস’

আগামী ১৫ অগস্টের মধ্যে শিশুদের নিয়ে পথে নামার নির্দেশ দিয়েছেন পুলিশকে মুখ্যমন্ত্রী। তাদের দিয়েই গাড়ি, বাইকে ‘সেফ ড্রাইফ, সেভ লাইফ’ স্টিকার লাগানোর কথা বলেন তিনি। তাঁর কথায়, ‘‘তা হলে মানুষের মনে অন্য প্রভাব পড়বে। ওদের এই প্রচেষ্টা বিফল হবে না।”

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মলয় দে, পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ পুলিশ-প্রসাশনের একাধিক কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE