Advertisement
২০ এপ্রিল ২০২৪

ঐক্যের বার্তা মমতার

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল ভাষাভাষীর জন্য এই বাংলার দ্বার যে অবারিত, তা ফের জানিয়ে তাঁদের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ০৪:৪৬
Share: Save:

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল ভাষাভাষীর জন্য এই বাংলার দ্বার যে অবারিত, তা ফের জানিয়ে তাঁদের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিলেন। হিন্দিভাষীদের ছটপুজোয় গিয়ে মঙ্গলবার মমতা বোঝালেন, ‘‘সকলে মিলে একসঙ্গে থাকলেই সত্যিকারের হিন্দুস্থান হবে। হিন্দুস্থান এগোবে।’’

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে পোস্তায় সোমবারও অ-বাঙালিদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। ছটপুজোর অনুষ্ঠানেও মমতা বলেন, ‘‘সকলকে নিয়ে থাকতে পারলেই সত্যিকারের হিন্দুস্থান। সকলে সকলকে সম্মান করুক, এটাই চাই।’’

তখনই অসমের তালিকা-ছুট বাঙালিদের প্রসঙ্গক্রমে মমতা বোঝান, ‘‘উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের মতো রাজ্য থেকে অনেক মানুষ এখানে আছেন। তাঁরা আমাদের ভাই-বোন। বিহার থেকে এসে এ রাজ্যে যাঁরা থাকছেন, তাঁদের কখনও যেন মনে না হয় যে তাঁরা কেউ অসম্মানিত হচ্ছেন। এটা আমাদের সংস্কৃতি নয়।’’ ভিন্ ধর্মাবলম্বীদের পরবেও এ রাজ্যে যে সরকারি ছুটি দেওয়া হয়, সে প্রসঙ্গও তোলেন তিনি। মন্ত্রী ফিরহাদ হাকিম অসম, গুজরাতের দৃষ্টাম্ত টেনে বলেন, ‘‘এখানে অনেকে অশান্তি বাধানোর চেষ্টা করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা হতে দিচ্ছেন না। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE