Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘ফিনিশ করো, এগিয়ে চলো’, বার্তা মমতার

শনিবার সকালে রেড রোডে ইদের নমাজে এই বার্তাই দিয়েছেন তিনি। মমতার কথায়, ‘‘২০১৯ সালে গণপিটুনি, ঘৃণাকে খতম করব। ২০১৯ এ এ সব ফিনিশ। ফিনিশ করো, এগিয়ে চলো।’’

শনিবার সকালে রেড রোডে ইদের নমাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

শনিবার সকালে রেড রোডে ইদের নমাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ০৪:১৮
Share: Save:

২০১৯-এ লোকসভা ভোটের পরে ঘৃণার রাজনীতি আর গণপিটুনির জমানা শেষ হবে। এবং সেই কাজে নেতৃত্ব দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে রেড রোডে ইদের নমাজে এই বার্তাই দিয়েছেন তিনি। মমতার কথায়, ‘‘২০১৯ সালে গণপিটুনি, ঘৃণাকে খতম করব। ২০১৯ এ এ সব ফিনিশ। ফিনিশ করো, এগিয়ে চলো।’’

মুসলিমদের পাশে থাকার আশ্বাস দিয়ে মমতা বলেন, ‘‘আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব।’’ সংখ্যালঘু সমাজের পাশে দাঁড়ানোয় তাঁকে যে প্রায়ই আক্রমণের শিকার হতে হয়, তাও এ দিন কবুল করেন মুখ্যমন্ত্রী। সে সব আক্রমণকে তোয়াক্কা না করেই তিনি যে রাজ্যের সংখ্যালঘু সমাজের ‘ত্রাতা’ হিসেবেই থাকবেন, তাও বুঝিয়ে দেন তিনি। তাঁর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগের জবাব দিতে গিয়ে মমতা বলেন, ‘‘আমাকে কখনও গালি দেয় যে আমি মুসলিমদের ভালবাসি। আমি বলি আপনারা শুধু হিন্দুদের ভালবাসুন। কিন্তু মুসলিমদের ঘৃণা কেন?’’

ইদের দিনে নীতি আয়োগের বৈঠক ডাকাকে কেন্দ্র করে যে বিবাদ হয়েছিল, তা নিয়ে এ দিন সরাসরি নিজে মুখ খুলেছেন মমতা। ইদের জন্যই যে তিনি ওই বৈঠকে যেতে অসম্মত হয়েছিলেন, তা জানিয়ে বলেন, ‘‘ইদের দিনে বৈঠক ঠিক হয়েছিল। আমি চিঠি দিয়ে বলেছিলাম দিন বদলাতে। ইদের দিনে যেতে পারব না বলেছিলাম।’’ দিন বদলে নীতি আয়োগের বৈঠক রবিবার হওয়ায় এ দিন বিকেলেই তিনি যে দিল্লি যাচ্ছেন, তাও জানিয়েছেন।

তিনি যে এ রাজ্যে সম্প্রীতি রক্ষায় সচেষ্ট, তা বোঝাতে বলেন, ‘‘সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে শিখিয়েছেন আমাদের মা-বাবা। ভালবাসার এই হিন্দুস্থান আমাদের স্বপ্ন।’’ তবে সংখ্যালঘুদের সতর্ক করে বলেছেন, ‘‘আপনারা ভাল থাকুন। কেউ প্ররোচনা দিলে আমায় বলুন। আমার জন্য ইশারাই যথেষ্ট। এত ভয়ের কিছু নেই। আমি আছি। দেখি জোর কার বেশি।’’

সন্ত্রাসের অভিযোগে অনেক সময় সংখ্যালঘুদের দাগিয়ে দেওয়ার প্রবণতা সম্পর্কে মমতা বলেন, ‘‘কোনও নির্দিষ্ট ধর্মে সন্ত্রাসবাদীর জন্ম হয় না। সন্ত্রাসবাদী যে কোনও ধর্মে জন্মাতে পারে। সন্ত্রাসবাদী ধর্মের নাম অপব্যবহার করে। সন্ত্রাসবাদীর কোনও ধর্ম পরিচয় হয় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Eid Red Road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE