Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ওই বাক্সে কী থাকে! কটাক্ষ মমতার

এ দিন শিলিগুড়িতে ছাত্র-যুব সমাবেশ থেকে সেই বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধেই ‘রহস্যজনক’ বাক্স হাতে বারবার উত্তরবঙ্গে আসার ‘অভিযোগ’ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলের তরুণ প্রজন্মকে সাবধান করে তিনি বলেন, ‘‘টাকার কাছে বিকিয়ে যাবেন না।’’

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৩
Share: Save:

কোচবিহার হোক বা উলুবেড়িয়া, গত কয়েকটি উপনির্বাচনে প্রায় সর্বত্রই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। এ দিন শিলিগুড়িতে ছাত্র-যুব সমাবেশ থেকে সেই বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধেই ‘রহস্যজনক’ বাক্স হাতে বারবার উত্তরবঙ্গে আসার ‘অভিযোগ’ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলের তরুণ প্রজন্মকে সাবধান করে তিনি বলেন, ‘‘টাকার কাছে বিকিয়ে যাবেন না।’’

তৃণমূলের একটি বড় অংশের অভিযোগ, এ রাজ্যে টাকা ও ক্ষমতার টোপ দিয়ে তাঁদের দল ভাঙা হচ্ছে। দলীয় নেতৃত্বও একাধিক বার এই নিয়ে সরব হয়েছেন। তাঁদের তির কেন্দ্রের শাসকদল বিজেপির দিকে। এ দিন শিলিগুড়িতে ছাত্র-যুব সমাবেশ থেকে মমতা বলেন, ‘‘বিজেপির মন্ত্রীরা বাক্স নিয়ে আসেন। সেই বাক্সে টাকা থাকে, না কাগজ, তা জানি না। কিন্তু অনেকেই সব জানেন।’’ একই সঙ্গে দলের তরুণ প্রজন্মকে সতর্ক করে দিয়ে তাঁর বার্তা, ‘‘ছাত্র-যুবদের বলছি, কেউ মাথা নত করবেন না। টাকার কাছে বিকিয়ে যাবেন না। সাম্প্রদায়িক রাজনীতি করবেন না।’’

তৃণমূলের একাংশের অভিযোগ, টাকা-ক্ষমতার টোপে দল ভাঙানোর চেষ্টা আটকাতেই তরুণদের সাবধান করলেন নেত্রী। দলেরই অন্য অংশের বক্তব্য, নারদ বা সারদার অভিজ্ঞতা মাথায় রেখে ছাত্র-যুবদের আগাম সতর্ক হতেও বার্তা দিলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেন, ‘‘আমাদের মন্ত্রীরা বাক্স নিয়ে আসেন না, শুভেচ্ছা নিয়ে আসেন।’’ কংগ্রেস ও বামেরা পাল্টা অভিযোগ তোলেন, বিজেপির বাড়বাড়ন্তের পিছনে তো তৃণমূলই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE