Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জেলার শিল্পেও নজর মমতার 

সকালে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক এবং দুপুরে পাত্রসায়রে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর এই জেলা সম্পর্কে শিল্প-ভাবনা ধরা পড়ল।

আলাপ: পুরুলিয়ার বৈঠকে। ছবি: সুজিত মাহাতো

আলাপ: পুরুলিয়ার বৈঠকে। ছবি: সুজিত মাহাতো

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া ও বাঁকুড়া শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ০১:১৭
Share: Save:

মুখ্যমন্ত্রীর সফরে দুই জেলার শিল্প ও তার পরিকাঠামো গড়া নিয়েও নানা আলোচনা উঠে এল। সকালে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক এবং দুপুরে পাত্রসায়রে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর এই জেলা সম্পর্কে শিল্প-ভাবনা ধরা পড়ল।

শিল্প সম্ভাবনা

এ দিন পাত্রসায়রে তিনি বলেন, ‘‘বাঁকুড়ার ছেলেমেয়েদের কর্মসংস্থানের জন্য প্রচুর কলকারখানা গড়া হবে। ঠিক যেমন কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার একেবারে ডানকুনি থেকে শুরু করে দুর্গাপুর হয়ে, পানাগড় হয়ে বাঁকুড়া হয়ে রঘুনাথপুর হয়ে পুরুলিয়ায় আসবে। এই চারটি জেলায় প্রচুর কলকারখানা গড়ে উঠবে।’’

বিমানবন্দর

বণিকসভার এক প্রতিনিধি পুরুলিয়া থেকে কলকাতা পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা শুরুর প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় বিমানবন্দর তৈরির বিষয়ে জানতে চান। পরিবহণ দফতরের সচিব জানান, পুরুলিয়ার ছড়রাতে এয়ারস্ট্রিপ আছে। সেখানে ৭০ আসনের বিমান নামতে পারবে। তবে তার হাল ফেরানো দরকার। শুনে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘‘বালুরঘাট, মালদহ, কোচবিহারে বিমান ওঠানামার পরিকাঠামো তৈরি হচ্ছে। অন্ডালে হয়ে গিয়েছে। পুরুলিয়াতেও করে দাও।” তবে এয়ারস্ট্রিপের জমি যাতে অন্য দফতরকে দেওয়া না হয়, সেটা দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুরুলিয়া থেকে কলকাতা পর্যন্ত ভলভো বাস পরিষেবা শুরু করতে পরিবহণ দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

শিল্পায়ন

রঘুনাথপুর মহকুমায় তিনটি শিল্প পার্ক তৈরি করা হয়েছে। সেখানে ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রিলায়েন্স সিমেন্ট কারখানা তৈরি করছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে সেখানকার আড়াই হাজার একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল করিডর গড়ার সময়ে আরও কারখানা হবে বলে জানান দফতরের সচিব।

বিদ্যুৎ পরিষেবা

গত পাঁচ বছরে জেলায় দুই লক্ষ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের সচিব। পুরুলিয়ায় বিদ্যুৎ সরবরাহের অবস্থা কেমন, জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে প্রশাসন ও সংশ্লিষ্ট দফতর জানিয়েছে, বিদ্যুতের নতুন পাঁচটা সাব-স্টেশন তৈরির কাজ চলছে। জেলার যে এলাকায় লো-ভোল্টেজের সমস্যা ছিল, তাও মিটিয়ে ফেলার কাজ চলছে।

তথ্য প্রযুক্তি শিল্প

জেলার এক মাত্র আইটি পার্কের অবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানতে চান। দফতরের সচিব দেবাশিস সেন জানান, তাঁরা আইটি পার্ক ঘুরে দেখেছেন। একটি বহুজাতিক সংস্থা সেখানে আসছে। মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বহুজাতিক সংস্থার নাম উল্লেখ করে যাতে সেই সংস্থা পুরুলিয়াতে আইটি পার্কে আসে, তা দেখার নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE