Advertisement
২০ এপ্রিল ২০২৪

কাজই তো হয়নি, বৈঠক করে কী লাভ? রেগে সভা ছাড়লেন মমতা

চার বছর আগে তাঁর দেওয়া নির্দেশ এখনও বাস্তবায়িত হয়নি জেনে প্রশাসনিক বৈঠক ছেড়ে মাঝপথে বেরিয়ে গেলেন ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী। বুধবার বিকেলে পুরুলিয়ার রবীন্দ্র ভবনে ওই বৈঠক ছেড়ে বেরনোর আগে তিনি বলে যান, ‘‘এ ভাবে কাজ হলে বৈঠক করে কী হবে? আমি আর বৈঠকই করব না!’’

জেলা-সফরে: পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী। ছবি: সুজিত মাহাতো

জেলা-সফরে: পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী। ছবি: সুজিত মাহাতো

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া ও কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০৩:১১
Share: Save:

চার বছর আগে তাঁর দেওয়া নির্দেশ এখনও বাস্তবায়িত হয়নি জেনে প্রশাসনিক বৈঠক ছেড়ে মাঝপথে বেরিয়ে গেলেন ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী। বুধবার বিকেলে পুরুলিয়ার রবীন্দ্র ভবনে ওই বৈঠক ছেড়ে বেরনোর আগে তিনি বলে যান, ‘‘এ ভাবে কাজ হলে বৈঠক করে কী হবে? আমি আর বৈঠকই করব না!’’

পুরুলিয়ায় ১০০ দিনের প্রকল্প থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালাতে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে লোক দেওয়া হচ্ছে কি না জানতে চান মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল ২০১৩-এ। অনেক আধিকারিকই এই প্রশ্নে থতমত খান। কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া জানান, ওই প্রকল্পে পুরুলিয়ায় কোনও কাজ হয়নি।

এ কথা শুনে মুখ্যমন্ত্রী স্কুলশিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালার কাছে রিপোর্ট চান। সদ্য শিক্ষা দফতরে আসা নারিয়ালা বিশদে বলতে পারেননি। তিনি শুধু জানান, এ ব্যাপারে একটি ‘মডেল স্কিম’ তৈরি করা হবে। শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চার বছরে যা বলেছি, তার কিছুই হল না। এখন আবার মডেল স্কিম!’’ এই বলেই তিনি বৈঠক থেকে উঠে পড়েন।

বাইরে এসে তিনি বলেন, ‘‘যে কাজগুলোর নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলো এরা করেনি। আমি মুখ্যসচিবকে দেখে নিতে বলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE