Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দিলীপকে গরু-খোঁচা মমতার

দিলীপবাবুকে মমতার কটাক্ষ, ‘‘আপনারা তো মাছ খাবেন না, মাংস খাবেন না বলে বিধান দেন। ’’

ফাইল ছবি।

ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা:
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০৩:৪২
Share: Save:

গো-রাজনীতি নিয়ে বিজেপির বিধায়ক ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার দিলীপবাবু বলেন, গত ১০ বছরে এ রাজ্যের তুলনায় অন্ধ্রপ্রদেশে মাছের উৎপাদন অনেক বেশি। কেন এ রাজ্য মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছে, তার কারণ জানতে চান তিনি। মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বদলে জবাব দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘বাংলায় মাছের চাহিদা অন্য রাজ্যের থেকে অনেক বেশি। এখানকার মানুষ মাছ, ভাত খায়। অন্ধ্রে ইডলি, দোসা খায়। বিহারে চাপাটি, সব্জি, ছাতু খায়।’’ এর পরেই দিলীপবাবুকে মমতার কটাক্ষ, ‘‘আপনারা তো মাছ খাবেন না, মাংস খাবেন না বলে বিধান দেন। আগে বাংলাকে জানুন। বাংলার মানুষের খাদ্যাভ্যাস জানুন।’’ এর পরেই আফ্রিকার রুয়ান্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফরে একটি গ্রামে ২০০টি গরু দান করার প্রসঙ্গ ইঙ্গিত করে মমতার কটাক্ষ, ‘‘প্রধানমন্ত্রী তো সবাইকে গরু উপহার দিচ্ছেন। আমরাও ঠিক করেছি বিয়েবাড়িতে সবাইকে গরু উপহার দেব। আপনাকেই প্রথমে দেব। গরুর মুখো যেমন ঠুলি থাকে, আপনাদের মুখেও তেমন ঠুলি পরিয়ে দেব।’’

পরে লোকায়ুক্ত বিলে জবাব দেওয়ার সময়েও মুখ্যমন্ত্রী বিজেপিকে গো-রক্ষার দল বলে কটাক্ষ করেন। বিজেপির তিন বিধায়কের দিকে তাকিয়ে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে বিঁধে মমতা বলেন, ‘‘আমার বিরুদ্ধে আপনারা এত কথা বলেন। আপনার পিছনে যে গোরক্ষা পার্টি রয়েছে, তারা তো আপনার দলটাকে ভেঙে দিচ্ছে। আগে নিজের দলটা সামলান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Dilip Ghosh BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE