Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সত্যেন বসুর জন্মদিনে শ্রদ্ধা মোদী, মমতার

বিজ্ঞানচর্চায় বাঙালির উৎকর্ষের নজির বারবার তুলে ধরেন মোদী। বিজ্ঞানচর্চায় ভাষা কোনও অন্তরায় যাতে না হয়, সে দিকেও নজর দিতে পরামর্শ দেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ০২:৩৫
Share: Save:

টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে এ ভাবেই তাঁকে শ্রদ্ধা জানালেন দু’জনে।

টুইটে সত্যেন্দ্রনাথের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন ছাড়া আর কিছু অবশ্য লেখেননি মমতা। তবে দিল্লি থেকে কলকাতার এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসে ভিডিও কনফারেন্সে সত্যেন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর অবসরেই প্রধানমন্ত্রী বাঙালির বিজ্ঞান মেধার ভূয়সী প্রশংসাও করলেন। সারা দেশের তরুণ প্রজন্মের কাছে বাঙালি বিজ্ঞানীর জীবনের নানা ঘটনা উল্লেখ করে মোদী বলেন, ‘‘বাংলার সমৃদ্ধ মাটিতে জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসুর মতো মানুষ জন্মেছেন।’’

বিজ্ঞানচর্চায় বাঙালির উৎকর্ষের নজির বারবার তুলে ধরেন মোদী। বিজ্ঞানচর্চায় ভাষা কোনও অন্তরায় যাতে না হয়, সে দিকেও নজর দিতে পরামর্শ দেন তিনি। তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিজ্ঞানের প্রসার ঘটাতে হলে, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালবাসা তৈরি করতে হলে, বিজ্ঞান-চর্চা বাড়াতে হবে। আর সে ক্ষেত্রে ভাষা যেন কোনও বাধা না হয়। বরং ভাষাই বিজ্ঞানচর্চার একটা সহজ মাধ্যম হয়ে উঠুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE