Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভুল পথে পা নয়, হুঁশিয়ারি আশা কর্মীদের

বুধবার বীরভূমের আমোদপুরের সভা থেকে তাঁর হুঁশিয়ারি, ‘‘আপনাদের যারা ভুল বোঝাচ্ছে, যদি প্রকল্প বন্ধ হয় তাদের কিছু যায়-আসে না। আপনাদের ক্ষতি হয়ে যাবে।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দয়াল সেনগুপ্ত ও পারিজাত বন্দ্যোপাধ্যায়
আমোদপুর ও কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ০৪:১১
Share: Save:

নানা দাবিদাওয়া নিয়ে সম্প্রতি স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন রাজ্যের আশা-কর্মীদের একাংশ। সেই কর্মসূচি এবং তার উদ্যোক্তাদের ব্যাপারে আশা-কর্মীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের আমোদপুরের সভা থেকে তাঁর হুঁশিয়ারি, ‘‘আপনাদের যারা ভুল বোঝাচ্ছে, যদি প্রকল্প বন্ধ হয় তাদের কিছু যায়-আসে না। আপনাদের ক্ষতি হয়ে যাবে।’’

বেশি কাজ, কম বেতন-সহ বিভিন্ন অভাব-অভিযোগ নিয়ে ১৮ ডিসেম্বর বামপন্থী শ্রমিক সংগঠন এআইইউটিইউসি প্রভাবিত আশা-কর্মীদের সংগঠন স্মারকলিপি দিতে স্বাস্থ্যভবনে গিয়েছিল। সংগঠনের তরফে অভিযোগ, তাঁরা কাজে ন্যায্য অধিকার ও পারিশ্রমিক পাচ্ছেন না। বছরে এক দিনও ছুটি নেই তাঁদের। যে পরিমাণ কাজ আশা-কর্মীদের দিয়ে করানো হচ্ছে, তার তুলনায় পারিশ্রমিক অনেক কম।

কলকাতায় সমাবেশে ২৫-৩০ হাজার আশা-কর্মী একজোট হন। তাঁদের দাবি, আশা-কর্মীদের স্বাস্থ্যকর্মীর সমান মর্যাদা ও মাসে এককালীন বেতন দিতে হবে। সংগঠনের অভিযোগ, সমাবেশে আসার জন্য বিভিন্ন জেলায় আশা-কর্মীদের প্রশাসনিক স্তর থেকে হেনস্থা করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় অনেককে শো-কজ করেছে স্বাস্থ্য দফতর। অন্য জেলাতেও যাঁরা ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সরকারি স্তরেই শুধু নয়, তৃণমূল নেতাদের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। আশা-কর্মীদের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনাদের চাকরিটা প্রকল্প। সরকারি চাকরি নয়। কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছিল। আমরাই প্রথমে মাসে দেড় হাজার ও পরে দু’হাজার টাকা করেছি। পরিষেবা দিয়ে একটা টাকা আপনারা পান।’’ তাঁর সংযোজন, ‘‘আপনাদের স্বাস্থ্যবিমায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাইকেল দিয়েছি, মোবাইল দিয়েছি। ভুল পথে কেউ পা দেবেন না।’’

পশ্চিমবঙ্গ আশা-কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন বলেন, ‘‘আশাকর্মীরা এত রকমের সমস্যায় জেরবার, যে তাঁদের বিক্ষোভ-সমাবেশের জন্য কারও উস্কানির প্রয়োজন হয়নি। নিজেদের আকুতিতেই তাঁরা একজোট হয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE