Advertisement
১৬ এপ্রিল ২০২৪

আজ, ইন্ডোরে মমতার বৈঠক

লোকসভা ভোটের আগে ব্রিগেডে বিজেপি-বিরোধী দলগুলিকে একমঞ্চে আনতে চান মমতা।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ০৫:২৫
Share: Save:

জানুয়ারিতে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করতে আজ, শুক্রবার দলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটের আগে ব্রিগেডে বিজেপি-বিরোধী দলগুলিকে একমঞ্চে আনতে চান মমতা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই অ-বিজেপি বিভিন্ন দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন তিনি। সেই প্রক্রিয়া আগামী দু’মাসে আরও ত্বরান্বিত করতে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যের তৃণমূল নেতাদেরও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বৈঠকে হাজির থাকার কথা।

গত ২১ জুলাইয়ের মঞ্চেই মমতা স্লোগান তুলেছিলেন, ‘‘২০১৯, বিজেপি ফিনিশ।’’ সেই স্লোগান বাস্তবায়নে কী ভাবে জেলায় জেলায় বিজেপি মোকাবিলায় সাংগঠনিক শক্তি বাড়াতে হবে, তার দিকনির্দেশ এই বৈঠক থেকে মমতা দিতে পারেন বলে দলের একাংশের ধারণা। রাজ্যে এবং রাজ্যের বাইরে জনসংযোগে জোর দিতেও মমতা নির্দেশ দিতে পারেন বলে দলীয় সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Meeting Netaji Indoor Stadium TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE