Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus

...জব্দ করল একটা মাত্র শব্দ: করোনা নিয়ে কবিতা মমতার

করোনা নিয়ে এটা তাঁর দ্বিতীয় কবিতা। প্রথমটার নাম ছিল ‘করোনা’।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ২২:১৮
Share: Save:

করোনা আতঙ্ক নিয়ে ফের কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল তাঁর নতুন কবিতা ‘কোভিড ১৯’। করোনা সঙ্কট নিয়ে এটা দ্বিতীয় কবিতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। কিন্তু আগের কবিতা ফেসবুকে যতটা সাড়া পেয়েছিল, এ দিনের কবিতা নজর কেড়েছে তার চেয়েও অনেক দ্রুত গতিতে।

‘‘বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা / মানুষ, মানুষ থেকে দূরে। / ছোঁয়া যাবে না— স্নেহের পরশকে।’’ কবিতার প্রথম স্তবক এ রকমই। নোভেলকরোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব কতটা আতঙ্কিত, তারই প্রতিফলন এই কবিতায়। সংক্রমণের কবলে পড়ার আশঙ্কায় মানুষ যে মানুষের স্পর্শকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে এখন— সে কথাই কবিতায় তুলে ধরেছেন তৃণমূলের চেয়ারপার্সন।

রাজনৈতিক ইস্যু হোক বা সামাজিক, কোনও ইস্যু বহুচর্চিত হয়ে উঠলে তা নিয়ে নিজের মতামত কবিতায় তুলে ধরতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ পছন্দ করেন। তাই কাশ্মীর হোক বা অযোধ্যা, সিএএ-এনআরসি হোক বা করোনা সংক্রমণ— সাম্প্রতিক কালের সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কলম ধরেছেন তিনি।

আরও পড়ুন: কোভিড আক্রান্তের চিকিৎসা করে গোটা নার্সিংহোমই কোয়রান্টিনে

আরও পড়ুন: করোনা ছড়ালে আমরা তৈরি তো? সব জেলায় ব্যবস্থার তদারকি মুখ্যমন্ত্রীর

করোনা নিয়ে এটা তাঁর দ্বিতীয় কবিতা। প্রথমটার নাম ছিল ‘করোনা’। ১৯ মার্চ ফেসবুকে কবিতাটি পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১১ দিনে ওই পোস্টে রিঅ্যাকশনের সংখ্যা ৮ হাজার ৯০০-র কিছু বেশি। আর সোমবার ‘কোভিড ১৯’ নামে যে কবিতাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে পোস্ট হয়েছে, তাতে ঘণ্টা দুয়েকের মধ্যেই রিঅ্যাকশন সাড়ে ৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। ৭০০-র কাছাকাছি কমেন্টও পড়েছে সেই ফেসবুক পোস্টের নীচে। কবিতাটি শেয়ারও হয়েছে এ দিন অত্যন্ত দ্রুত গতিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE