Advertisement
২০ এপ্রিল ২০২৪

তিন পাখির ডানায় ছাড়ের পালক রাজ্যর

বাগডোগরা-কোচবিহার-অন্ডাল। রাজ্যের তিন বিমানবন্দর থেকে বিমান জ্বালানি কিনলে পাঁচ বছর রাজ্য সরকার নিজেদের ভাগের বিক্রয়কর নেবে না। এই তিন বিমানবন্দরের জন্য ওই কর তুলে নেওয়া হয় তিন বছরের জন্য। রাজ্যের ছোট তিন বিমানবন্দরে উড়ান বাড়ানোর লক্ষ্যে সেই ছাড় আরও দু’বছর বাড়িয়ে দিল রাজ্য। শুক্রবার নবান্নে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০৩:১৮
Share: Save:

বাগডোগরা-কোচবিহার-অন্ডাল। রাজ্যের তিন বিমানবন্দর থেকে বিমান জ্বালানি কিনলে পাঁচ বছর রাজ্য সরকার নিজেদের ভাগের বিক্রয়কর নেবে না। এই তিন বিমানবন্দরের জন্য ওই কর তুলে নেওয়া হয় তিন বছরের জন্য। রাজ্যের ছোট তিন বিমানবন্দরে উড়ান বাড়ানোর লক্ষ্যে সেই ছাড় আরও দু’বছর বাড়িয়ে দিল রাজ্য।

শুক্রবার নবান্নে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেসরকারি উদ্যোগে তৈরি দেশের প্রথম বিমানবন্দর অন্ডাল। রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে হেলিকপ্টারে নামবেন। প্রধানমন্ত্রীই হতে চলেছেন অন্ডালের প্রথম যাত্রী। সেখান থেকেই তিনি বিমানে দিল্লি ফিরে যাবেন। মুখ্যমন্ত্রী এ দিন জানান, ১৮ মে থেকে এই বিমানবন্দরে উড়ান চালু করবে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানিয়েছে, তাদের সহযোগী, অ্যালায়েন্স এই বিমান চালাবে। শুক্রবার বাদ দিয়ে সপ্তাহে ছ’দিন কলকাতা ও অন্ডালের মধ্যে ৪২ আসনের ছোট এটিআর বিমান যাতায়াত করবে। অন্ডাল-কলকাতা রুটে এই বিমানের ন্যূনতম ভাড়া ধরা করা হয়েছে ২৫০০ টাকা। এ বিষয়ে ১১ মে দিল্লিতে এয়ার ইন্ডিয়ার সঙ্গে অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষের একটি চুক্তিও হবে বলে মুখ্যমন্ত্রী জানান। পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, কিছু দিনের মধ্যে ১৩ আসনের আর একটি ছোট বিমানও চলবে অন্ডাল থেকে। সেটি কলকাতা থেকে অন্ডাল, কোচবিহার, বাগডোগরা ঘুরে আবার কলকাতায় ফিরবে।

মুখ্যমন্ত্রী এ দিন আরও জানান, বাগডোগরায় বিমান জ্বালানির উপর রাজ্য সরকারের পাওনা বিক্রয় কর তুলে নেওয়ার ফলে নতুন বিমানসংস্থা সেখান থেকে উড়ান পরিষেবা চালু করছে। কোচবিহারে রানওয়ে বাড়ানোর কাজ চলছে। সেই কারণে ইতিমধ্যেই রাজ্য সরকার টাকা দিয়েছে। তবে, এখন ওই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE