Advertisement
২৫ এপ্রিল ২০২৪
State news

বসিরহাট থেকে পাহাড়, অশান্তির জন্য বিজেপির দিকে আঙুল মমতার

পাহাড় থেকে বসিরহাট-বাদুড়িয়া, রাজ্যের বিভিন্ন প্রান্তের অশান্তির জন্য বিজেপি তথা কেন্দ্রের সরকারের দিকেই সরাসরি আঙুল তুললেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কী বললেন?

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ১৬:০০
Share: Save:

কোথাও বাহিনী না পাঠিয়ে অসহযোগিতা, কোথাও প্ররোচনা দিয়ে অশান্তি তৈরি করা। পাহাড় থেকে বসিরহাট-বাদুড়িয়া, রাজ্যের বিভিন্ন প্রান্তের অশান্তির জন্য বিজেপি তথা কেন্দ্রের সরকারের দিকেই সরাসরি আঙুল তুললেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে কেন্দ্র সেনা পাঠিয়ে সহযোগিতা করেনি বলে যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন তা নস্যাৎ করে দিয়েছে কেন্দ্র। তিনি কী বললেন?

বসিরহাট-বাদুড়িয়ার অশান্তি প্রসঙ্গে যা বললেন:

• বাদুড়িয়ায় অস্ত্রশস্ত্র নিয়ে প্ররোচনা দেওয়া হয়েছে।

• অশান্তিতে বিদেশি শক্তির হাত রয়েছে।

• বাংলাদেশের ভিডিওকে রাজ্যের ভিডিও হিসাবে দেখানো হচ্ছে।

• বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সৌমিত্র পালকে।

• ফেসবুকে বিভিন্ন ভুয়ো ভিডিও দেখানো হচ্ছে। বিজেপি পার্টি অফিস থেকেই এই সব ভুয়ো ভিডিও-র প্রচার চলছে।

• বিজেপি, আরএসএস মিলে তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে আর অস্ত্র নিয়ে বেরনোর নির্দেশ দিচ্ছে।

• আমাদের দলের সঙ্গে অন্য দলের মতাদর্শের ফারাক থাকতেই পারে। তার মানে এই নয় অন্য দলের কর্মীদের গুলি করে খুন করে দেওয়া হবে।

• চাপ দিয়ে কেন্দ্রীয় সরকার আমাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করছে।

• কতগুলো জাতীয় সংবাদ মাধ্যমও বিজেপির হয়ে এখানকার অশান্তি ঘিরে ভুয়ো ভিডিও ফুটেজ দেখাচ্ছে। দেশের সর্বনাশ করছে। শুধু গোরক্ষক দিয়ে কি দেশ চলবে?

আরও পড়ুন: গুলিতে মৃত দুই, ফের আগুন জ্বলছে পাহাড়ে, ফেরাতে হল সেনা

পাহাড় নিয়ে যা বললেন:

• পাহাড়ে কিছু নেতার হিংসাত্মক আন্দোলনের জেরে এই ঘটনা ঘটছে।

• হিংসার পথ থেকে শান্তির রাস্তায় আসুন।

• আপনারা সংযত থাকুন, প্রশাসন সংযত থাকবে।

• কিছু কিছু নেতা নেপাল সীমান্ত থেকে খাবার নিয়ে যাচ্ছেন। কিন্তু ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের।

• পাহাড়ে সমস্ত দলকে বলব শান্তি বজায় রাখতে। পাহাড়কে সচল রাখার আবেদন জানাচ্ছি এবং আমার আবেদনে সাড়া দিলে ১০-১৫ দিনের মধ্যে আলোচনায় বসা হবে।

• পাহাড়-কাণ্ডে দিল্লি থেকে মদত মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE