Advertisement
২০ এপ্রিল ২০২৪

রাজধানী গিয়ে বিজেপিতে যোগ টলিউড শিল্পীদের

ক’দিন আগেই অবশ্য দিল্লিতে গিয়ে দলে যোগদানে নিষেধাজ্ঞা জারি করেছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

তারকা সমাবেশ: বিজেপিতে যোগ দেওয়ার পরে রাহুল সিংহের সঙ্গে টালিগঞ্জের শিল্পীরা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির দফতরে। ছবি: পিটিআই।

তারকা সমাবেশ: বিজেপিতে যোগ দেওয়ার পরে রাহুল সিংহের সঙ্গে টালিগঞ্জের শিল্পীরা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির দফতরে। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ০১:৫৫
Share: Save:

টলিউডের এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী আজ বিজেপিতে যোগ দিলেন। যোগদানের অনুষ্ঠানটি হল দিল্লিতে বিজেপির সদর দফতরেই।

ক’দিন আগেই অবশ্য দিল্লিতে গিয়ে দলে যোগদানে নিষেধাজ্ঞা জারি করেছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সূত্রের মতে, সেই সিদ্ধান্তে নীতিগত সমর্থন ছিল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের, যা মুকুল রায়ের প্রতি বার্তা হিসেবেই দেখছিল দলের একাংশ। কিন্তু আজ সেই মুকুল রায়ের উপস্থিতিতেই বিজেপিতে যোগ দিলেন টলিউডের প্রায় ডজনখানেক কলাকুশলী। মঞ্চে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও। তিনি এ দিন বলেন, ‘‘দল বাড়াতে গেলে তো মানুষকে যোগদান করাতেই হবে।’’

আর মুকুল রায়ের দাবি, ‘‘আরও চমক বাকি রয়েছে।’’

আজ যাঁরা বিজেপিতে যোগ দিলেন, তার মধ্যে ছিলেন পার্নো মিত্র, ঋষি কৌশিক, মৌমিতা গুপ্ত, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রূপা ভট্টাচার্য, অরিন্দম হালদার (লামা), সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, দেবরঞ্জন নাগ প্রমুখ। অঞ্জনা বসু এবং কৌশিক চক্রবর্তীও গিয়েছিলেন, তবে মঞ্চে ওঠেননি। কারণ তাঁরা আগে থেকেই বিজেপির সঙ্গে রয়েছেন। অঞ্জনা পাঁচ বছর আগেই যোগ দেন। কৌশিক আগের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন।

সম্প্রতি টলিউডে নিজেদের রাজনৈতিক পরিসর বাড়াতে সংগঠন তৈরি করেছে বিজেপি। দিলীপ ঘোষের কথায়, ‘‘কিছু লোক টলিউড ইন্ড্রাস্ট্রিকে কুক্ষিগত করে রেখেছে। আমাদের আশঙ্কা কলাকুশলীরা বিজেপিতে যোগ দেওয়ায় তাঁদের কাজ পেতে অসুবিধা হবে।’’

আশঙ্কা যে কিছুটা রয়েছে তা মেনে নিচ্ছেন পার্নোও। তবে তাঁর কথায়, ‘‘বাছাই করে কাজ করতে গিয়ে এত জনকে ‘না’ বলেছি যে কাজ না-পাওয়ার চিন্তা আর করি না।’’ টেলিসিরিয়ালের চেনা মুখ ঋষি কৌশিক বলেন, ‘‘মতাদর্শগত কারণে ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি দেখেই বিজেপিতে যোগদান করেছি।’’

সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েও ফের পুরনো দলে ফিরে গিয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর। তার পরেই দলে সমালোচনার মুখে পড়ে মুকুল রায়ের নীতি। আজ সেই ‘ঘর ওয়াপসি’-র ব্যাখ্যা করে দিলীপ বলেন, ‘‘বিজেপিতে যোগ দিলেই কাউন্সিলরদের নামে পুলিশ মিথ্যা অভিযোগ আনছে। দার্জিলিং-এর এক কাউন্সিলর দিল্লি এসে বিজেপিতে যোগদান করতেই তাঁর নামে ভুয়ো অভিযোগ আনে পুলিশ। তার পর থেকে তিনি আর ঘরে ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে বিজেপিতে যোগ দিয়ে চরম সাহসের পরিচয় দিয়েছেন এই কলাকুশলীরা।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Tollywood Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE