Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উত্তর-পূর্বে বাতিল বহু উড়ান ও ট্রেন

বুধবার রাতে কলকাতা থেকে গুয়াহাটির উড়ান বাতিল হলেও এ দিন সকালে কলকাতা-গুয়াহাটি উড়ান যাতায়াত করেছে। গুয়াহাটি থেকে রোজ ৬৫টি উড়ান ওঠানামা করে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ও গুয়াহাটি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০২:৩২
Share: Save:

নাগরিকত্ব বিল নিয়ে উত্তর-পূর্বের বেশ কিছু রাজ্যে প্রতিবাদের আগুন জ্বলছে। তার প্রভাব পড়ছে গুয়াহাটি, ডিব্রুগড়ের উড়ানে, রেলপথেও। বৃহস্পতিবার ডিব্রুগড়ের ন’টি উড়ান বাতিল হয়। আজ, শুক্রবারেও ডিব্রুগড়ের সমসংখ্যক উড়ান বাতিল করা হয়েছে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষের উত্তর-পূর্ব ভারতের আঞ্চলিক অধিকর্তা সঞ্জীব জিন্দল। তার মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি, ইন্ডিগোর একটি এবং স্পাইসজেটের দু’টি উড়ান কলকাতা থেকে ডিব্রুগড় যাতায়াত করে। কলকাতা থেকে বাতিল হয়েছে ডিব্রুগড়গামী অধিকাংশ ট্রেনও।

বুধবার রাতে কলকাতা থেকে গুয়াহাটির উড়ান বাতিল হলেও এ দিন সকালে কলকাতা-গুয়াহাটি উড়ান যাতায়াত করেছে। গুয়াহাটি থেকে রোজ ৬৫টি উড়ান ওঠানামা করে। তার মধ্যে এ দিন বাতিল হয়েছে ৬টি। কলকাতা-শিলং রুটে শুক্রবারের উড়ান বাতিল করেছে ইন্ডিগো।

ডিব্রুগড় বিমানবন্দরে পৌঁছেও বুধবার থেকে বহু যাত্রী শহরে যেতে পারছিলেন না। বিমানবন্দরের টার্মিনালে এক সময়ে অন্তত ২০০ যাত্রী আটকে পড়েন। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে বিশেষ বাসে তাঁদের ডিব্রুগড়, তিনসুকিয়া এবং অরুণাচলে পাঠানো হয়। জিন্দলের কথায়, ‘‘কেউ বিমানে ডিব্রুগড় পৌঁছলেও শহরে যেতে পারবেন না। ট্যাক্সি চলছে না। তাই ডিব্রুগড়ের উড়ান বাতিল করা হয়েছে।’’ ডিব্রুগড় থেকে অন্য শহরে যেতে বুধবার রাত থেকে কিছু যাত্রী বিমানবন্দরে আসেন। ১৭৮ জন যাত্রীকে এ দিন দুপুরে ইন্ডিগোর বিশেষ বিমানে কলকাতায় নিয়ে যাওয়া হয়।

কলকাতায় আটকে পড়া যাত্রীদের কেউ টিকিট বাতিল করতে চাইলে পুরো ভাড়া ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট। অন্য দিন যেতে চাইলে টিকিট দেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা ছাড়াই। ভুটান এয়ারলাইন্সের সিঙ্গাপুর-গুয়াহাটি-পারো বিমান এ দিন গুয়াহাটি এড়িয়ে সোজা পারো উড়ে যায়। আগরতলা ও ইম্ফল থেকে গুয়াহাটির উড়ান বাতিল হয়। মঙ্গলবার কলকাতা-ডিব্রুগড় সাপ্তাহিক সুপার ফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছিল। অসমে বিক্ষোভ দীর্ঘস্থায়ী হলে ওই ট্রেন চালানোর সম্ভাবনা কম বলে রেল সূত্রের খবর। হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস বাতিল হয়েছে। হাওড়া-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাও প্রয়োজনে অংশত বাতিল করা হচ্ছে। দিল্লি-ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেলের যাত্রাও অংশত বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল জানায়, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের মধ্যে চলা সব প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়েছে। দূরপাল্লার ট্রেনগুলি কামাখ্যা ও গুয়াহাটি থেকে চালানো হচ্ছে। উজানি অসমে ট্রেন যাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE