Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভর্তি মেধার ভিত্তিতে, ফের বললেন পার্থ

কাউন্সেলিং নয়, শুধু মেধা-তালিকার ভিত্তিতেই কলেজে ভর্তি হওয়া যাবে বলে ফের জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজ থেকে ওই তালিকা ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। ব্যাঙ্কে টাকা জমা দিয়ে ভর্তি হবেন নবাগতেরা। ক্লাস শুরুর আগে তাঁদের কলেজে যাওয়ার দরকারই হবে না।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর, কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৬:৫৮
Share: Save:

কাউন্সেলিং নয়, শুধু মেধা-তালিকার ভিত্তিতেই কলেজে ভর্তি হওয়া যাবে বলে ফের জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজ থেকে ওই তালিকা ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। ব্যাঙ্কে টাকা জমা দিয়ে ভর্তি হবেন নবাগতেরা। ক্লাস শুরুর আগে তাঁদের কলেজে যাওয়ার দরকারই হবে না।

২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতি সভা করতে শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে যান শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি বলেন, “আমরা কলেজে গিয়ে দেখেছি, আবেদনকারীদের তালিকা টাঙানো আছে। আর ছেলেমেয়েরা ভাবছে, এটাই বুঝি মেধা-তালিকা!” তিনি জানান, অনলাইনে ফর্ম ভর্তির পরে যে মেধা-তালিকা তৈরি হবে, তা কলেজের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। ব্যাঙ্কেও সেই তালিকা পাঠিয়ে দেবেন কলেজ-কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীরা সরাসরি ব্যাঙ্কে টাকা জমা দেবেন।”

কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল কলেজের অধ্যক্ষ শাহজাহান আলি বলছেন, “যারা ভর্তি হবে, তাদের ক্লাস শুরুর আগে কলেজেই আসতে হবে না। ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ হবে।” শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়গুলিকে বলেছি, ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এ বার কোন কলেজে কত জন ভর্তি হয়েছে, তার তালিকা তৈরি করা হোক। যে-সব আসন ফাঁকা আছে, সেখানে ভর্তি হতে না-পারা পড়ুয়াদের নিতে অনুরোধ করব।” তবে পড়ুয়া ও অভিভাবকেরা এ দিনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Admission Merit list
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE