Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দিদির ছবি নিয়েও বিঁধে গেলেন মোদী

সোমবারের সভায় সম্ভাষণ পর্ব মিটিয়ে দিদির সেই করজো়ড় ছবির প্রসঙ্গ তোলেন মোদী। তিনি বলেন, ‘‘আমি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। মমতা দিদির কাছেও কৃতজ্ঞ। কারণ, আসার পথে দেখে এলাম আমাকে স্বাগত জানাতে উনি (মমতা) অনেক ঝান্ডা লাগিয়েছেন।’’

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০৪:২০
Share: Save:

সুর বেঁধে দিয়েছিলেন বিজেপির রাজ্য নেতারা। হাতজোড় করা দিদির ছবি নিয়ে সুর আরও চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর সভার আগেই মেদিনীপুর শহরকে ‘মমতাময়’ করে তুলেছিল তৃণমূল। একুশে জুলাইয়ের সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে জোড়হাতে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— এমনই নানা হোর্ডিং, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গিয়েছিল শহর। যা দেখে রাজ্য বিজেপির কটাক্ষ ছিল, ওই ছবিই বলে দিচ্ছে, আগামী দিনে বিজেপির কাছে হাতজোড় করে দাঁড়িয়ে থাকবে তৃণমূল। সোমবারের সভায় সম্ভাষণ পর্ব মিটিয়ে দিদির সেই করজো়ড় ছবির প্রসঙ্গ তোলেন মোদী। তিনি বলেন, ‘‘আমি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। মমতা দিদির কাছেও কৃতজ্ঞ। কারণ, আসার পথে দেখে এলাম আমাকে স্বাগত জানাতে উনি (মমতা) অনেক ঝান্ডা লাগিয়েছেন।’’ এক ধাপ এগিয়ে নমোর সংযোজন, ‘‘উনি (মমতা) হাতজোড় করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। এটা কৃষকদের জয়। সভায় এত কৃষক এসেছে যে, স্বাগত জানাতে তৃণমূলকে ঝান্ডা লাগাতে হয়েছে। মমতাদিদিকেও নিজের ছবি লাগাতে হয়েছে।’’

এ প্রসঙ্গে তৃণমূলে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি নেতা দাবি করেছেন, আসার পথে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকশো পোস্টার দেখেছেন। সেগুলি সবই ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে দেওয়া হয়েছিল।’’ বেশ কিছু পোস্টার, ব্যানার বিজেপি কর্মীরা ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন পার্থবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Mamata Banerjee Meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE