Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নিম্নচাপ আশা দেখাচ্ছে বর্ষার

আবহবিদেরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি দ্রুত নিম্নচাপে পরিণত হবে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০৩:১৫
Share: Save:

এক নিম্নচাপের হাত ধরে বর্ষা ঢুকেছিল রাজ্যে। ফের নতুন নিম্নচাপের হাত ধরে বর্ষার চাঙ্গা হওয়ার আশা দেখছে হাওয়া অফিস। আবহবিদেরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি দ্রুত নিম্নচাপে পরিণত হবে। তার জেরে ফের রাজ্যের উপকূলীয় এলাকায় জোরালো বৃষ্টি হতে পারে। শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। নানা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও মিলেছে। মৌসম ভবন সূত্রের খবর, রাজ্যের পশ্চিমা়ঞ্চলে বর্ষা ছড়াতে শুরু করেছে। দিন তিনেকের মধ্যে রাজ্যের পশ্চিমাঞ্চল-সহ বিহার ও ঝা়ড়খণ্ডে বর্ষা ছড়াতে পারে। এ বার অবশ্য গোড়া থেকেই বর্ষার মর্জি বুঝতে নাকাল হচ্ছে হাওয়া অফিস। বর্ষার সময় বৃষ্টির বদলে তাপপ্রবাহ মিলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তাকে ‘বিরল’ বলেই জানাচ্ছেন আবহবিজ্ঞানীরা। ফলে বর্ষা চাঙ্গা হলেও সেই মেঘ কতটা বর্ষাবে তা নিয়ে সন্দেহ রয়েছেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monsoon Rain Depression বর্ষা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE