Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ধূপগুড়ি পুরভোটে ‘বহিরাগত’ সৌরভ

বৃষ্টি মাথায় রবিবার ধূপগুড়িতে শুরু হয় পুর নির্বাচন৷ বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জায়গায় জল জমে থাকায় শুরুর দিকে ভোটের হারও কম ছিল৷ কিন্তু বেলা যত বাড়তে থাকে ততই ভোটের হারও বাড়তে থাকে৷ দুপুরবেলায় আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মেলে৷

নির্দেশ: ভোটের দিনে সৌরভ।নিজস্ব চিত্র

নির্দেশ: ভোটের দিনে সৌরভ।নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ০৪:০০
Share: Save:

নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে ধূপগুড়িতে দাপিয়ে ভোট করানোর অভিযোগ উঠল তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে৷ অভিযোগ, রবিবার সারদিন ধরে শহরের বিভিন্ন ওয়ার্ড দাপিয়ে বেরালেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন৷ তবে শাসকদলের তরফেও বিরোধীদের বিরুদ্ধে ভোটের দিন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে৷ কোন অশান্তি না হলেও, এই অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই রবিবার শেষ হল ধূপগুড়ির পুর নির্বাচন৷ বিকাল পাঁচটা পর্যন্ত ভোটের হার ছিল ৮৮শতাংশ৷

বৃষ্টি মাথায় রবিবার ধূপগুড়িতে শুরু হয় পুর নির্বাচন৷ বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জায়গায় জল জমে থাকায় শুরুর দিকে ভোটের হারও কম ছিল৷ কিন্তু বেলা যত বাড়তে থাকে ততই ভোটের হারও বাড়তে থাকে৷ দুপুরবেলায় আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মেলে৷ ফলে ভোটের হার আরও বাড়তে থাকে৷ বিকাল পাঁচটার পরেও তিনটি বুথে ভোট চলে৷

সকাল থেকেই শাসক-বিরোধী দলের নেতারা একে অপরের বিরুদ্ধে নির্বাচন বিধি ভাঙার অভিযোগ তোলেন৷ অভিযোগ, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভবাবু নির্বাচন বিধি ভঙ্গ করে ধূপগুড়িতে সারা দিন ধরে দাপিয়ে ভোট করান ও ভোটকেন্দ্রের সামনে গিয়ে ভোটারদের প্রভাবিত করেন৷ বিরোধীদের অভিযোগ, প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও এ ব্যাপারে কোন ফল হয়নি৷ যদিও সৌরভবাবু বলেন, ‘‘জলবন্দি মানুষদের ত্রাণ পেতে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্যই আমি এদিন ধূপগুড়িতে আসি৷ কোনও ভোটকেন্দ্রে যাওয়ার প্রশ্নই নেই৷’’ জলপাইগুড়ির মহকুমা শাসক রঞ্জন দাসের দাবি, অভিযোগ পেয়েই পুলিশকে বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলা হয়৷ কিন্তু শহরে আলিপুরদুয়ারের বিধায়ককে দেখা যায়নি৷ এ দিন সকালে ১১ নম্বর ওয়ার্ডে সিপিএমের পোলিং এজেন্টের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে তৃণমূল৷ তারপর একই অভিযোগ ওঠে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে৷ যদিও দু’জনেই অভিযোগ মানতে অস্বীকার করেন৷ ১৫ নম্বর ওয়ার্ডের একটি বুথেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটের লাইনে প্রচার চালানোর অভিযোগ ওঠে৷ যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেন৷

এ দিকে, ভোট যুদ্ধে রবিবার ধূপগুড়িতে তৃণমূলের হয়ে ‘টুকটুকি’-ও দাপিয়ে বেরিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ধূপগুড়িতে টোটোকে টুকটুকি নামেই ডাকা হয়ে থাকে৷ অভিযোগ, ভোটারদের মন পেতে বিভিন্ন ওয়ার্ডে মানুষকে ভোটকেন্দ্র পর্যন্ত পৌছে দিতে তৃণমূলের ঝাণ্ডা লাগানো টোটো পৌঁছে যায় বাড়িতে বাড়িতে৷ যদিও অভিযোগ মানতে চাননি তৃণমূল নেতারা৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE