Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিতর্ক, তবু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বিল পাশ

বিলে লেখা ছিল, বহরমপুরের কৃষনাথ ((কৃষ্ণনাথ) কলেজেই তৈরি হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। কিন্তু মইনুল হক, মনোজ চক্রবর্তী-সহ আট কংগ্রেস বিধায়ক বিশ্ববিদ্যালয়ের নাম মুর্শিদাবাদ রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় করার দাবি তুলে সংশোধনী আনতে চান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০৭:২৫
Share: Save:

বিশ্ববিদ্যালয় ঠিক কোথায় হবে, স্থির হয়নি। তবু মঙ্গলবার বিধানসভায় পাশ হয়ে গেল মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বিল। পাশ হল আরও তিনটি নতুন বিশ্ববিদ্যালয় বিল।

বিলে লেখা ছিল, বহরমপুরের কৃষনাথ ((কৃষ্ণনাথ) কলেজেই তৈরি হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। কিন্তু মইনুল হক, মনোজ চক্রবর্তী-সহ আট কংগ্রেস বিধায়ক বিশ্ববিদ্যালয়ের নাম মুর্শিদাবাদ রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় করার দাবি তুলে সংশোধনী আনতে চান। সিপিএম বিধায়ক আনিসুর রহমান বলেন, ‘‘মুর্শিদাবাদ নামে বিতর্ক হোক, এটা চাই না। স্থানীয় স্তরে এই নিয়ে আলোচনা হোক। বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটাই বড় পাওনা।’’ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বিষয়টি স্পর্শকাতর। শিক্ষাবিদ-বিশিষ্ট জনেরা জানিয়েছেন, কৃষ্ণনাথ কলেজে নয়, অন্যত্র গড়া হোক বিশ্ববিদ্যালয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে। কত জমি আছে, দেখতে হবে। সামাজিক-অর্থনৈতিক দিকটাও দেখতে হবে।’’ তিনি কংগ্রেস বিধায়কদের অনুরোধ করেন, ‘‘এটা একটু ছেড়ে দিন। বিশ্ববিদ্যালয় চেয়েছেন। বিশ্ববিদ্যালয় পেয়েছেন।’’ সংশোধনী খারিজ না-করে বিবেচনায় রাখা হয়েছে।

এ দিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বিল ছাড়াও দার্জিলিঙের গ্রিনফিল্ড, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়েছে। আগে পাশ হয়ে যাওয়া পূর্ব মেদিনীপুর বিশ্ববিদ্যালয় বিলের সংশোধনী এনে ওই প্রতিষ্ঠানের নাম মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয় করা হল। শিক্ষামন্ত্রী জানান, ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

সিপিএমের তন্ময় ভট্টাচার্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে অভিযোগ তোলেন। ‘এক ব্যক্তি বহু পদ’ নীতির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাড়ি নেই। হইচই শুরু করে দেন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়-সহ শাসক দলের কয়েক জন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তন্ময়বাবুকে জানান, তিনি যেন শুধু বিলের বিষয়েই বক্তব্য পেশ করেন। শোভনবাবু ছুটে গিয়ে তাঁর মোবাইলে স্পিকারকে কিছু দেখান। স্পিকার জানান, তন্ময়বাবু ভুল তথ্য দিচ্ছেন। তাঁকে ছবি দেখানো হল। ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের বাড়ি রয়েছে। শিক্ষামন্ত্রীও পরে তন্ময়বাবুর কিছু বক্তব্য খণ্ডন করেন। তবে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তোলেন, সকলকেই মোবাইলে ছবি দেখাতে দেওয়া হবে তো?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murshidabad University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE