Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সিএএ নাগরিকত্ব ছিনিয়ে নিতে নয়, বেলুড় মঠ থেকে আশ্বাস মোদীর

সিএএ নিয়ে ভুল বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন মোদী।

বেলুড় মঠে নরেন্দ্র মোদী। নিজস্ব চিত্র।

বেলুড় মঠে নরেন্দ্র মোদী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১০:৪৫
Share: Save:

জাতীয় যুব নায়কের জন্মদিনে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে যুব সম্প্রদায়কে এগিয়ে আসার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠ থেকে রবিবার এই আহ্বান জানিয়েছেন তিনি। এ দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান মোদী। রামকৃষ্ণ মন্দিরে পুজো দেন। সন্ন্যাসীদের সঙ্গে বৈদিক মন্ত্রোচ্চারণ করেন। তার পর ভাষণ দিতে আসেন। সেখানেই তিনি বলেন, “নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ।” শুধু তাই নয়, এই আইন নিয়ে জনসাধারণের ভ্রম দূর করার জন্য যুব সম্প্রদায়কেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সিএএ নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও এ দিন অভিযোগ তুলেছেন মোদী। তিনি এ প্রসঙ্গে বলেন, “যাঁরা রাজনীতি করছেন, তাঁরাও জানেন এই আইন কিসের জন্য। কিন্তু দেশে তা নিয়ে ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর তার শিকার হচ্ছে তরুণ প্রজন্মও।” এই ভ্রান্ত ধারণা দূর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোদী।

রামকৃষ্ণ মন্দিরে মোদী। নিজস্ব চিত্র।

তিনি আরও বলেন, “এ দেশের যুবরা জানতে চায় কেন সিএএ গুরুত্বপূর্ণ। কিন্তু এ নিয়ে অনেক গুজব ঘুরে বেড়াচ্ছে। যুব সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে।” যুব সম্প্রদায়ের সামনে সঠিক তথ্যটা তুল ধরতে হবে। এবং এ কাজে সকলকেই এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মোদী।

আরও পড়ুন: মোদীকে বলেছি সিএএ ফেরান, বললেন মমতা

আরও পড়ুন: শুধু আর্থিক দাবি, না কারণ আরও ‘গভীর’?

মোদী আরও বলেন, “সিএএ নিয়ে যা আপনারা বুঝেছেন, সবিস্তারে ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও বুঝতে চাইছে না বিরোধীরা। রাজনৈতিক স্বার্থেই মানুষকে ভুল পথে চালিত করছেন কিছু লোক। সারা বিশ্ব জানে কী ভাবে সংখ্যালঘুদের উপর গত ৭০ বছর ধরে অত্যাচার চালাচ্ছে পাকিস্তান। আর এ কাজের জন্য আজ তাদের জবাবদিহি করতে হবে।”

প্রধানমন্ত্রীর দু’দিনের কলকাতা সফরের আজ দ্বিতীয় দিন। শনিবার রাতেই তিনি পৌঁছে যান বেলুড় মঠে। সেখানেই রাত কাটান। রবিবার সকালে বেলুড় মঠে প্রার্থনা সারেন। মোদী বলেন, “স্বামী আত্মস্থানন্দের জন্যই আমি এখানে। বেলুড়ে আসা কোনও তীর্থ যাত্রার থেকে কম নয়। আমার কাছে এটা সব সময় ঘরের মতো।”

মিশনের তরফে এ দিন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলা হয়, প্রধানমন্ত্রী হওয়া সস্ত্বেও রাজকীয় ব্যবস্থা ছেড়ে সাধারণ ব্যাবস্থপনায় রাত কাটিয়েছেন মোদী। আরও বলা হয়, রামকৃষ্ণ মিশনে এক সময় সন্ন্যাসী হয়ে থেকে যেতে চেয়েছিলেন মোদী। কিন্তু তা আর হয়ে ওঠেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE