Advertisement
২৪ এপ্রিল ২০২৪
State News

২০১৮: দায়িত্ব পালনে জোর রাজনীতিকদের

রাজনীতির ময়দানেও বছর শেষের লাভ-ক্ষতির হিসেব মেলাতে হয়। বছরের শুরুতে কষতে হয় আগামী কর্ম-ক্যালেন্ডার। কবে কোথায় ভোট, কোথায় কবে আর কী আছে, এ সব আগে থেকে যে যত ভাল গুছিয়ে রাখে, তার পরিকল্পনাও তত আগে ভাগে তৈরি।

নতুন বছরে কী আশা রাজনীতিকদের।

নতুন বছরে কী আশা রাজনীতিকদের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭ ১৮:২৩
Share: Save:

রাজনীতির ময়দানেও বছর শেষের লাভ-ক্ষতির হিসেব মেলাতে হয়। বছরের শুরুতে কষতে হয় আগামী কর্ম-ক্যালেন্ডার। কবে কোথায় ভোট, কোথায় কবে আর কী আছে, এ সব আগে থেকে যে যত ভাল গুছিয়ে রাখে, তার পরিকল্পনাও তত আগে ভাগে তৈরি।

এ রাজ্যের প্রাক্তন ও বর্তমান দুই শাসক দলের দুই নেতার কাছে আমরা জানতে চেয়েছিলাম তাঁদের প্রত্যাশার কথা। সূর্যকান্ত মিশ্র এবং অরূপ বিশ্বাস। বর্তমানে এক জন বিরোধী দল সিপিএমের রাজ্য সম্পাদক। অন্য জন তৃণমূল নেতা এবং রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী।

অরূপ কথা, যে যার নিজের দায়িত্ব যথাযথ ভাবে পালনই হোক এ বছরের লক্ষ্য। আর সূর্যকান্ত মনে করেন, গণতন্ত্র রক্ষার দায়িত্ব সামনে এগিয়ে আসতে হবে বামপন্থীদের।

আরও পড়ুন, ‘দূষণ আর ব্যাধি মুক্ত হোক সমাজ, পরিবেশ’

আরও পড়ুন, ২০১৮: কী চান মুখ্যমন্ত্রী, বললেন আনন্দবাজারকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE