Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তৃণমূলের সঙ্গে নয়, শুনলেন রাহুলের দূত

বাংলায় এআইসিসি-র পর্যবেক্ষক গৌরবের সঙ্গে সোমবার বিধান ভবনে বৈঠকে হাজির ছিলেন সাংসদ অধীরবাবু, আবু হাসেম (ডালু) খান চৌধুরী ও অভিজিৎ মুখোপাধ্যায়। বিধায়কদের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ জন।

গৌরব গগৈ। ফাইল চিত্র।

গৌরব গগৈ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০৪:১৬
Share: Save:

দিল্লিতে রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা আহমেদ পটেল। তার ২৪ ঘণ্টার মধ্যেই বাংলায় কংগ্রেসের সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিদের প্রায় সকলে সমস্বরে রাহুল গাঁধীর দূত গৌরব গগৈকে বললেন, রাজ্যে তৃণমূলের সঙ্গে তাঁরা কোনও ভাবেই জোট চান না। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-সহ এঁদের সংখ্যাগরিষ্ঠ অংশই বামেদের সঙ্গে সমঝোতা বজায় রাখার পক্ষে। আর অন্য একাংশের সওয়াল, প্রয়োজনে কংগ্রেস লোকসভায় একাই লড়ুক। গগৈ অবশ্য জানিয়েছেন, তিনি এখন বাংলায় কংগ্রেসের সর্বস্তরের মতামত শুনছেন। সিদ্ধান্ত পরে হবে।

বাংলায় এআইসিসি-র পর্যবেক্ষক গৌরবের সঙ্গে সোমবার বিধান ভবনে বৈঠকে হাজির ছিলেন সাংসদ অধীরবাবু, আবু হাসেম (ডালু) খান চৌধুরী ও অভিজিৎ মুখোপাধ্যায়। বিধায়কদের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ জন। নেপাল মাহাতো, মোহিত সেনগুপ্তের মতো কয়েক জন বিধায়ক অবশ্য জেলা সভাপতি হিসেবে পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে ছিলেন। এক বিধায়কের কথায়, ‘‘পঞ্চায়েত ভোটের সাম্প্রতিক উদাহরণ দিয়ে আমরা বলেছি, তৃণমূলের হাতে এখানে আমরা আক্রান্ত। গণতন্ত্রও আক্রান্ত। তাদের সঙ্গে জোট করলে দলটার অস্তিত্বটুকুও থাকবে না!’’

গৌরব বলেন, ‘‘পরের বার এসে আমি নিজে কয়েক জন আক্রান্ত কর্মীর বাড়ি যাব।’’ কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটের জন্য কোন রাস্তায় যাওয়া হবে? গৌরবের জবাব, ‘‘রাস্তা ঠিক করার আগে সর্বস্তরে কংগ্রেস নেতা-কর্মীদের মতামত শোনা হবে। রাহুল গাঁধী যে নীতিতে সংগঠন চালান, তাতে কর্মীদের মনোভাবকে বাইরে রেখে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।’’ বাংলায় এসে ট্রেনে-বাসে ঘুরে তিনি মানুষ ও সাধারণ কর্মীদের মনোভাব বুঝতে চান বলেও গৌরব জানিয়েছেন।

বিধান ভবনের বৈঠকে এ দিন ছিলেন না মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক আবু তাহের খান। তাঁর তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। বিকালেই তাঁর জায়গায় বিধায়ক আবু হেনাকে ফের জেলা সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। অধীরবাবু বলেন, ‘‘তাহের ওঁর পদের গুরুত্ব সম্পর্কে একেবারেই সচেতন নন। তাই তাঁকে সরানো হয়েছে।’’ প্রদেশ সভাপতির বিরুদ্ধে কারও কিছু বলার থাকলে তিনি যাতে নিঃসঙ্কোচে বলতে পারেন, তার জন্য অধীরবাবু বিধায়কদের বৈঠকে ছিলেন না। অনুপম ঘোষ, সৌরভ সিংহদের করা প্রদেশ কংগ্রেস ওয়েবসাইটেরও উদ্বোধন হয়েছে এ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE