Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সভায় নেই এআইসিসির নেতারা

তৃণমূলের স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে বুধবার শহিদ মিনার ময়দানে সভা করেছিল প্রদেশ কংগ্রেস। সেই সভায় আসার কথা ছিল এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি-র পর্যবেক্ষক সি পি জোশী এবং প্রাক্তন সাংসদ রাজ বব্বরের। এই দুই কেন্দ্রীয় নেতার ছবি দিয়ে ব্যানার-পোস্টারে প্রচারও করেছিল কংগ্রেস। কিন্তু তাঁরা এলেনই না!

হাতে-হাত: কংগ্রেসের জনসভায় (বাঁ দিক থেকে) অধীর চৌধুরী, আখরুজ্জামান এবং মৌসম বেনজির নুর। বুধবার শহিদ মিনার ময়দানে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

হাতে-হাত: কংগ্রেসের জনসভায় (বাঁ দিক থেকে) অধীর চৌধুরী, আখরুজ্জামান এবং মৌসম বেনজির নুর। বুধবার শহিদ মিনার ময়দানে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ০৩:৩৮
Share: Save:

প্রতিবাদ ছিল মূলত তৃণমূলের বিরুদ্ধে। ঘোষণা সত্ত্বেও সেই মঞ্চে অনুপস্থিত কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব।

তৃণমূলের স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে বুধবার শহিদ মিনার ময়দানে সভা করেছিল প্রদেশ কংগ্রেস। সেই সভায় আসার কথা ছিল এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি-র পর্যবেক্ষক সি পি জোশী এবং প্রাক্তন সাংসদ রাজ বব্বরের। এই দুই কেন্দ্রীয় নেতার ছবি দিয়ে ব্যানার-পোস্টারে প্রচারও করেছিল কংগ্রেস। কিন্তু তাঁরা এলেনই না!

জাতীয় রাজনীতিতে কংগ্রেস এবং তৃণমূল এখন অনেকটাই কাছাকাছি। নোটবাতিল, জিএসটি এবং এই মুহূর্তে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দুই দল এখন কার্যত একমঞ্চে। অনেকের মতে এই অবস্থায় তৃণমূল বিরোধী এই কর্মসূচিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের যোগ না দেওয়া অর্থবহ। পাশাপাশি এ কথাও বলা হচ্ছে যে এআইসিসি-র প্রতিনিধি না এলেও রাজ্য কংগ্রেসের তৃণমূল-বিরোধী ভূমিকায় এখনই প্রকাশ্যে লাগাম পরানো হচ্ছে না। সভায় ছিলেন না বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং একাধিক কংগ্রেস বিধায়ক। রাজনৈতিক মহলে গুঞ্জন কংগ্রেসে ভাঙন ধরানোর যে ঘোষণা তৃণমূল নেতৃত্ব করেছেন, ওই বিধায়কদের অনুপস্থিতি হয়তো তারই ইঙ্গিত। ছিলেন না সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বর্ষীয়ান নেতা সোমেন মিত্রও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE