Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভর্তি বেশি বারাসত বিশ্ববিদ্যালয়ে 

দুর্নীতি ও ফলপ্রকাশ ঘিরে বিতর্ককে পেছনে ফেলে এক ধাপ এগোল বারাসত রাষ্ট্রীয় বিদ্যালয়। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে পড়ুয়া ভর্তি হয়েছে গত শিক্ষাবর্ষের তুলনায় প্রায় ৬ হাজার বেশি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০০:৩৩
Share: Save:

দুর্নীতি ও ফলপ্রকাশ ঘিরে বিতর্ককে পেছনে ফেলে এক ধাপ এগোল বারাসত রাষ্ট্রীয় বিদ্যালয়। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে পড়ুয়া ভর্তি হয়েছে গত শিক্ষাবর্ষের তুলনায় প্রায় ৬ হাজার বেশি। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, উপাচার্য হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পূর্বতন রেজিস্ট্রার বাসব চৌধুরী আসার পর থেকে ধীরে ধীরে দশ বছর বয়সের এই বিশ্ববিদ্যালয়ের ছবিটি উজ্জ্বল হচ্ছে। ফলে পড়ুয়ারাও বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে ভর্তির ভরসা পাচ্ছেন। ২০১৫ সালে বাসববাবু প্রথমে অস্থায়ীভাবে উপাচার্যের দায়িত্ব নেন। পরে তাঁকেই স্থায়ী উপাচার্য করা হয়।

বৃহস্পতিবার উপাচার্য বলেন, ‘‘ছাত্রদের স্বার্থই আমাদের কাছে সব থেকে বড়। তাঁদের স্বার্থেই বিশ্ববিদ্যালয় চালানো হয়।’’ তাঁর দাবি, গত শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৪৬টি কলেজে ৪৭ হাজার পড়ুয়ার নাম রেজিস্ট্রেশন হয়েছিল। এ বার সংখ্যাটা ৫৩ হাজার।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জাল সার্টিফিকেট, মার্কশিট দেওয়ার মতো দুর্নীতির অভিযোগ উঠেছে। তার জেরে পরীক্ষা নিয়ামক এবং সহ-পরীক্ষা নিয়ামক সাসপেন্ডও হয়েছেন। সেই সময়ের অভিযোগ ঝাড়াইবাছাই করছেন স্বয়ং বাসববাবু।

দুর্নীতির পাশাপাশি টোকাটুকির অভিযোগও উঠেছে বহুবার। চলতি বছরে টুকলি রুখতে পরীক্ষার সময় কলেজগুলিতে যে সব পরিদর্শক দল যায়, তাদের বিস্তারিত লিখিত রিপোর্ট ছবি সমেত বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Admission Student Barasat University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE