Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National Commission for Backward Classes

ওবিসি সংরক্ষণ বাড়ানোর দাবি

কমিশনের তরফে অশোক সরকার পরে জানান, এ রাজ্যে ওবিসিরা ১০% সংরক্ষণ পান।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪২
Share: Save:

রাজ্যে ওবিসিদের জন্য সংরক্ষণ ২৭% করার দাবিতে বৃহস্পতিবার জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনের দ্বারস্থ হল কয়েকটি ওবিসি সংগঠন। এ রাজ্যের ওবিসিদের সমস্যা জানতে এ দিন ধর্মতলার একটি অভিজাত হোটেলে ওই সংগঠনগুলিকে ডেকে পাঠায় জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন। সেখানে কমিশনের চেয়ারম্যান বি এল সাহানি, ভাইস চেয়ারম্যান এল কে প্রজাপতি এবং দুই সদস্যের সঙ্গে দেখা করেন ব্যাঙ্ক অফ বরোদা ওবিসি অ্যাসোসিয়েশন, রিজার্ভ ব্যাঙ্ক ওবিসি অ্যাসোসিয়েশন, ইস্টার্ন জোনাল রেলওয়ে ওবিসি অ্যাসোসিয়েশন, এলআইসি জোনাল ওবিসি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। কমিশনের তরফে অশোক সরকার পরে জানান, এ রাজ্যে ওবিসিরা ১০% সংরক্ষণ পান। অন্য রাজ্যের মতো এ রাজ্যেও ওবিসিদের জন্য ২৭% সংরক্ষণ চালু করার আর্জি জানিয়েছেন ওবিসি সংগঠনগুলির প্রতিনিধিরা। ওবিসি শংসাপত্র পেতে সমস্যা হয় বলেও তাঁরা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE