Advertisement
২০ এপ্রিল ২০২৪

লকগেট ভাঙল ফরাক্কায়

ফরাক্কার মূল ব্যারাজে ১১২টি গেট রয়েছে। তার মধ্যে গত কয়েক বছরে ৯টি গেট ভেঙে পড়েছে।

ফরাক্কা ব্যারাজের সেই ভাঙা লকগেট। নিজস্ব চিত্র

ফরাক্কা ব্যারাজের সেই ভাঙা লকগেট। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ফরাক্কা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ০৩:০১
Share: Save:

বিস্তর টালবাহানার পরে ফরাক্কা সেতুর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল দিন কয়েক আগে। সেই কাজ চলার মাঝেই মঙ্গলবার ফরাক্কার একটি লকগেট ভেঙে পড়ল। ফরাক্কা ব্যারাজ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই লকগেটটি দুর্বল ছিল। ভাঙা লকগেট দিয়েই এখন গঙ্গার জল বাংলাদেশের দিকে বয়ে যাচ্ছে।

ফরাক্কার মূল ব্যারাজে ১১২টি গেট রয়েছে। তার মধ্যে গত কয়েক বছরে ৯টি গেট ভেঙে পড়েছে। ২০১১ সালের জুলাই মাসে সেন্ট্রাল ওয়াটার কমিশনের বিশেষজ্ঞরা ব্যারাজ পরিদর্শনে আসেন। একই সময়ে জলসম্পদ মন্ত্রকের বিশেষজ্ঞদের সঙ্গে টেক্সম্যাকো নামে এক বিশেষজ্ঞ সংস্থার কর্তারা যৌথ পরিদর্শন করেন। পরিদর্শনের পর যে রিপোর্ট দেওয়া হয় তাতে দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে গেটগুলির ভগ্নদশার কথা উল্লেখ করা হয়েছিল। ফরাক্কা ব্যারাজ সূত্রে জানা গিয়েছে, গত ক’বছরে ক্রমান্বয়ে গেট ভাঙার ফলে লকগেট সংস্কার শুরু হয়েছিল। তবে সব ক’টি মেরামতের আগেই ৪৬ নম্বর গেটে এই বিপত্তি।

ফরাক্কা ব্যারাজের দু’নম্বর সার্কেল শাখার নির্বাহী বাস্তুকার রাজেশকুমার সিংহ এ দিন বলেন, “ব্যারাজের লকগেটগুলির বয়স প্রায় ৪৩ বছর। সেই কারণেই গেটগুলি দুর্বল হয়ে পড়েছে। জলের চাপ সহ্য করতে পারছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Farakka Barrage Lock Gate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE