Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সামাজিক সুরক্ষার সুবিধা অনলাইনে

কাঁকুড়গাছি উৎসবের মঞ্চে বুধবার আনুষ্ঠানিক ভাবে চালু হল অনলাইন পরিষেবা ব্যবস্থা।

অনুষ্ঠানে শ্রমমন্ত্রী মলয় ঘটক। —নিজস্ব চিত্র।

অনুষ্ঠানে শ্রমমন্ত্রী মলয় ঘটক। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৪:২২
Share: Save:

সামাজিক সুরক্ষা প্রকল্পে এত দিন অনলাইনে নাম নথিভুক্ত করা যেত। এ বার থেকে অনলাইনেই পাওয়া যাবে সামাজিক সুরক্ষার নানা প্রকল্পের সুবিধা।

কাঁকুড়গাছি উৎসবের মঞ্চে বুধবার আনুষ্ঠানিক ভাবে চালু হল অনলাইন পরিষেবা ব্যবস্থা। অনুষ্ঠানে ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং দফতরের দুই প্রতিমন্ত্রী জাকির হোসেন ও নির্মল মাজি। শ্রমমন্ত্রীর মতে, অনলাইন পরিষেবা চালু হওয়ায় কয়েক কোটি মানুষ উপকৃত হবেন। রাজ্যের শ্রম কমিশনার জাভেদ আখতারের বক্তব্য, এর ফলে আরও স্বচ্ছ ও সুষ্ঠু ভাবে পরিষেবা দেওয়া যাবে। অনলাইনে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে গ্রাহকের কাছে। গোটা রাজ্য থেকে শ্রমদফতরের আধিকারিকেরা এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sadhan Pandey Social Security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE