Advertisement
১৭ এপ্রিল ২০২৪

দু’ঘণ্টা বসেও শিক্ষামন্ত্রীর দেখা পেলেন না লোহিয়া

বুধবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া তাঁর দেখাই পেলেন না। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তিনি সেখানে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করেন।

অনুরাধা লোহিয়া।

অনুরাধা লোহিয়া।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ০৫:২১
Share: Save:

চলতি সপ্তাহেই মুখোমুখি বসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার বিষয়ে তাঁর জবাব চান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এই অবস্থায় বুধবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া তাঁর দেখাই পেলেন না। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তিনি সেখানে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করেন। এ দিন সাক্ষাৎ না-হলেও মন্ত্রী অবশ্য জানিয়েছেন, ‘অফিসিয়াল’ অর্থাৎ সরকারি রিপোর্ট পাওয়ার পরে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলবেন।

প্রেসিডেন্সির পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছেড়ে একের পর এক শিক্ষক-শিক্ষিকার চলে যাওয়া থেকে প্রমোদদার ক্যান্টিন উৎখাত পর্যন্ত বিভিন্ন প্রশ্নে বিতর্ক চলছে। সম্প্রতি বিতর্ক তুঙ্গে উঠেছে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বহু আসন খালি পড়ে থাকায়। এতে শিক্ষা শিবির, শিক্ষামন্ত্রী ছাড়াও বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে প্রেসিডেন্সি-কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছিল উচ্চশিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, কোনও আসন ফাঁকা রাখা যাবে না। পড়ুয়া ভর্তি করতেই হবে। উপাচার্য জানিয়ে দিয়েছেন, সেমেস্টার-ভিত্তিক পাঠ অনেকটাই এগিয়ে গিয়েছে। তাই এ বার আসন ভরানো সম্ভব নয়। ক্ষিপ্ত শিক্ষামন্ত্রী মুখোমুখি বসে উপাচার্যের বক্তব্য শুনতে চেয়েছেন।

এই অবস্থায় উপাচার্য এ দিন বিকাশ ভবনে গিয়ে উচ্চশিক্ষা সচিব রাজেন্দ্র শুক্লের দফতরে বসেই মন্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন। চলতি শিক্ষাবর্ষে প্রেসিডেন্সিতে প্রায় ৩০০ আসন ফাঁকা পড়ে রয়েছে। এই নিয়ে বিতর্ক চললেও উপাচার্যের বক্তব্য, এত আসন খালি নেই। এ দিন তিনি দাবি করেন, ইতিমধ্যে এই বিষয়ে তিনি যে-উত্তর পাঠিয়েছেন, তাতে উচ্চশিক্ষা দফতর খুশি। উচ্চশিক্ষা দফতর থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, আগামী শিক্ষাবর্ষ থেকে যে-সব বিষয়ে ভর্তির চাহিদা বিশেষ নেই, সেগুলিতে যথাসম্ভব আসন কমিয়ে দেওয়া হোক। আর যে-সব বিষয়ের চাহিদা রয়েছে, সেখানে আসন-সংখ্যা বাড়ানো হোক। তিনি এতে রাজি বলে জানান উপাচার্য।

এ দিন দু’ঘণ্টা অপেক্ষা করেও শিক্ষামন্ত্রীকে মুখোমুখি বক্তব্য জানানোর সুযোগ পাননি উপাচার্য। দেখা না-হওয়ায় ফিরে যান তিনি। তার আগে বলেন, ‘‘শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু দেখা হল না। তবে আগামী সপ্তাহে ওঁরা (শিক্ষা দফতরের লোকজন) সাক্ষাতের সময় দিয়েছেন।’’

শিক্ষামন্ত্রী অবশ্য পরে জানান, এ দিন উপাচার্যের তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল না। তিনি বলেন, ‘‘আমি আমার সচিবের সঙ্গে কথা বলতে বলেছিলাম। ওঁর সঙ্গে তো দেখা হয়েছে। প্রেসিডেন্সি নিয়ে প্রাক্তনীদের উদ্বেগের বিষয়টি মাথায় রাখা হচ্ছে। অফিসিয়াল রিপোর্ট পাওয়ার পরে উপাচার্যের সঙ্গে কথা বলব।’’ প্রেসিডেন্সির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তনী সংসদ তাদের বক্তব্য জানিয়েছে শিক্ষামন্ত্রীকে।

শিক্ষামন্ত্রী অবশ্য পরে জানান, এ দিন উপাচার্যের তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল না। তিনি বলেন, ‘‘আমি আমার সচিবের সঙ্গে কথা বলতে বলেছিলাম। ওঁর সঙ্গে তো দেখা হয়েছে। প্রেসিডেন্সি নিয়ে প্রাক্তনীদের উদ্বেগের বিষয়টি মাথায় রাখা হচ্ছে। অফিসিয়াল রিপোর্ট পাওয়ার পরে উপাচার্যের সঙ্গে কথা বলব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE