Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ছাত্রভোট কবে, বলতে পারলেন না শিক্ষামন্ত্রী

বুধবার বিধানসভায় এ বিষয়ে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস (কম্পোজিশন, ফাংশনস অ্যান্ড প্রোসিডিওর ফর ইলেকশন অব স্টুডেন্টস কাউন্সিল), রুলস ২০১৭’-এর সংশোধনী পেশ হয়েছে। প্রাথমিক বিল অনুযায়ী ছাত্র কাউন্সিলের কোষাধ্যক্ষ হিসেবে এক জন শিক্ষকের থাকার কথা ছিল। সংশোধিত বিলে সহ-কোষাধ্যক্ষ হিসেবে এক জন ছাত্রও থাকবেন। 

ছাত্র কাউন্সিলের নির্বাচন কবে তা স্পষ্ট করতে পারলেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

ছাত্র কাউন্সিলের নির্বাচন কবে তা স্পষ্ট করতে পারলেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৩:৫২
Share: Save:

ছাত্র কাউন্সিলের নির্বাচন হবেই। কিন্তু কবে হবে, তা স্পষ্ট করতে পারলেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার বিধানসভায় এ বিষয়ে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস (কম্পোজিশন, ফাংশনস অ্যান্ড প্রোসিডিওর ফর ইলেকশন অব স্টুডেন্টস কাউন্সিল), রুলস ২০১৭’-এর সংশোধনী পেশ হয়েছে। প্রাথমিক বিল অনুযায়ী ছাত্র কাউন্সিলের কোষাধ্যক্ষ হিসেবে এক জন শিক্ষকের থাকার কথা ছিল। সংশোধিত বিলে সহ-কোষাধ্যক্ষ হিসেবে এক জন ছাত্রও থাকবেন।

ছাত্র কাউন্সিলের নির্বাচন কবে হবে? প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। ছাত্র কাউন্সিলের নির্বাচনে কেন দেরি হচ্ছে, তার ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, বারবার নির্বাচন করলে পড়ুয়ারা কাজের সুযোগ কম পান। তাই দু’বছর অন্তর ছাত্র কাউন্সিলের নির্বাচনের ব্যবস্থা হয়েছে। এ ক্ষেত্রে ভর্তির দীর্ঘমেয়াদি প্রক্রিয়াকেও হাতিয়ার করেছেন পার্থবাবু। তাঁর কথায়, ‘‘পড়ুয়াদের অনুরোধেই অনেক জায়গায় নভেম্বর পর্যন্ত ভর্তি চলছে। ফলে ছাত্র সংসদের হাতে কার্যকাল তিন মাসের বেশি হচ্ছে না।’’ ছাত্র নির্বাচন যে হবেই, তা জানিয়ে দেন মন্ত্রী। তাঁর কথায়, ‘‘এই তো পঞ্চায়েত নির্বাচন গেল। ছাত্রভোটও হবে।’’ রাজনৈতিক শিবিরের মতে, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে সরকার ছাত্রভোট করবে না। কারণ অতীতে রাজ্যে ছাত্রভোটের অভিজ্ঞতা অস্বস্তিকর।

সব কলেজে-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সেখানে বিগত সংসদের ছাত্রনেতাদের দাপট অব্যাহত। ২০১৭ সালের ২২ মার্চ ছাত্র কাউন্সিল গঠনের বিল পাশ হয় বিধানসভায়। তার পরেই সেন্ট জেভিয়ার্স এবং লেডি ব্রেবোর্ন কলেজের অরাজনৈতিক ছাত্র কাউন্সিলের ধাঁচে কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত ছাত্র কাউন্সিল গঠনের প্রক্রিয়া শুরু হয়নি। ২০১৭ সালের জানুয়ারিতে শেষ ছাত্রভোট হয়েছিল।

এ বার থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউন্সিলের নির্বাচনে ৪০ ছাত্রছাত্রী-পিছু এক জন ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) বা শ্রেণি প্রতিনিধি থাকবেন বলে এ দিন জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, যে-শ্রেণিতে পড়ুয়া বেশি, সেখানে সমস্যা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Student Election Partha Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE