Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফের জেলে অভিনেত্রী সোমা, হাতের লেখা পাঠানো হবে ফরেন্সিকে

এই মামলার তদন্তেই কলকাতার আলিপুর মহিলা সংশোধনাগার থেকে গত ৬ জুন সোমাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুরুলিয়ার পুলিশ। পুলিশ সূত্রের খবর, তিন দিনের জিজ্ঞাসাবাদে সোমা তাদের কাছে ওই পরিমাণ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।

হাজিরা: পুরুলিয়া আদালতে সোমা বাগ। নিজস্ব চিত্র

হাজিরা: পুরুলিয়া আদালতে সোমা বাগ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ০২:৩৩
Share: Save:

প্রতারণা মামলায় ধৃত অভিনেত্রী সোমা বাগের হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য সংগ্রহ করল পুরুলিয়া জেলা পুলিশ। শুক্রবার পুরুলিয়া আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী জেলা আদালতেরই অন্য এক বিচারকের উপস্থিতিতে অভিযুক্তের হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করা হয়। তিন দিন পুলিশ হেফাজতের পরে শুক্রবার ফের কড়া পাহারায় টলিউডের এই অভিনেত্রীকে আদালতে হাজির করা হয়। এই কাণ্ডে তৃণমূলের এক শীর্ষ নেতা জড়িত অভিযোগ তুলে বিজেপি এ দিন ওই নেতাকে গ্রেফতারের দাবি তুলেছে।

পুরুলিয়া শহরের বস্ত্র ব্যবসায়ী রুচিরা সুরেখার অভিযোগের তদন্তে অভিযুক্ত সোমাকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুরুলিয়া সদর থানা। গত ১৩ নভেম্বর শহরের পি এন ঘোষ স্ট্রিটের বাসিন্দা রুচিরাদেবী অভিযোগ করেছিলেন, ইট ব্যবসায় লগ্নির প্রস্তাব দিয়ে সোমা তাঁর কাছ কয়েক দফায় প্রায় ৪৮ লক্ষ টাকা নিয়েছিলেন। রুচিরাদেবীর ছেলে আশিস সুরেখার অভিযোগ, ‘‘প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির সঙ্গে সোমার যোগাযোগ ছিল দেখে অত টাকা লগ্নি করেছিলাম। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে লাভের টাকা না পাওয়ায় এবং নিজেদের ব্যবসায় টাকার প্রয়োজন হওয়ায় সোমার কাছে টাকা চাওয়া হয়েছিল। তিনি রাজি হলেও পরে নানা অজুহাত দেখাতে থাকেন। বারবার তাগাদা দিয়েও টাকা ফেরত পাওয়া যায়নি। এরপরে পুরুলিয়া শহর থেকেই উধাও হয়ে যান সোমা।’’

এই মামলার তদন্তেই কলকাতার আলিপুর মহিলা সংশোধনাগার থেকে গত ৬ জুন সোমাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুরুলিয়ার পুলিশ। পুলিশ সূত্রের খবর, তিন দিনের জিজ্ঞাসাবাদে সোমা তাদের কাছে ওই পরিমাণ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, এর মধ্যে সাত লক্ষ টাকা ফেরত দিয়েছেন। অভিযোগকারী সোমার টাকা নেওয়ার যে নথি পুলিশের কাছে পেশ করেছেন, তাতে হাতের লেখা ও স্বাক্ষর সোমারই কি না, সে বিষয়ে নিশ্চিত হতেই এ দিন হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই হাতের লেখা ও স্বাক্ষর সিআইডি-র দফতরে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

আরও পড়ুন:অতঃ কিম্, দ্বন্দ্ব মোর্চায়

এ দিন অশিসবাবু দাবি করেছেন, ‘‘লগ্নিতে প্রতিদিনের লভ্যাংশ হিসেবে বেশ কয়েকদিন কিছু কিছু করে টাকা সোমা মাকে দিয়েছিলেন। তবে তা সাত লক্ষ টাকা কি না, আমরা হিসেব করে দেখিনি।’’

এ দিন আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলায় অভিনেত্রীর আইনজীবীও তাঁর মক্কেলের হয়ে সওয়াল করতে দাঁড়াননি। সরকার পক্ষের আইনজীবী অরুণ মজুমদার জানান, বিচারক ২০ জুন পর্যন্ত অভিযুক্তকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার জেরে তাঁর কাছে হুমকি ফোন আসছে বলে অভিযোগ তুলেছেন আশিসবাবু।

এ দিন বিকেলে শহরের ট্যাক্সিস্ট্যান্ডে দলীয় সভায় পুরুলিয়ার পর্যবেক্ষক গোপাল সরকার অভিযোগ তোলেন, ‘‘সোমা লক্ষ লক্ষ টাকা কেলেঙ্কারির নায়িকা। এই কেলেঙ্কারি সংক্রান্ত নথিতে সভাধিপতির স্বাক্ষর রয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। তাই সভাধিপতিকে গ্রেফতার করতে হবে।’’ সভাধিপতি সৃষ্টিধর মাহাতো অবশ্য দাবি করেছেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ। উনি কি সিআইডি-র লোক, যে তাঁর কাছে সব খবর রয়েছে? যিনি কেলেঙ্কারি করেছেন, বিধি মোতাবেক তাঁর শাস্তি হবেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE