Advertisement
১৮ এপ্রিল ২০২৪

২ জওয়ানের পুলিশি হেফাজত

বৃহস্পতিবার ওই ঘটনার পরে গ্রেফতার হন কম্যান্ডান্ট দীপক, জওয়ান অমিতাভ এবং ওই বাজারের মালিক মোজাম্মেল। মোজাম্মেল আপাতত পুলিশি হেফাজতে। ধৃত জওয়ানদের প্রথমে পাঠানো হয়েছিল জেলহাজতে।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২০
Share: Save:

সরিষাহাটে এসএসবি জওয়ানের গুলিতে দুষ্কৃতী মৃত্যুর ঘটনায় ধৃত দীপককুমার সিংহ এবং অমিতাভ প্রামাণিককে দু’দিনের পুলিশি হেফাজতে পাঠালেন ডায়মন্ড হারবার আদালতের বিচারক। বৃহস্পতিবার ওই ঘটনার পরে গ্রেফতার হন কম্যান্ডান্ট দীপক, জওয়ান অমিতাভ এবং ওই বাজারের মালিক মোজাম্মেল। মোজাম্মেল আপাতত পুলিশি হেফাজতে। ধৃত জওয়ানদের প্রথমে পাঠানো হয়েছিল জেলহাজতে। দীপকদের পক্ষের আইনজীবী দেবাংশু পন্ডা এ দিন আদালতে যুক্তি দেন, কর্তব্যরত অবস্থায় ছিলেন দীপকরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে জানিয়েই অভিযানে গিয়েছিলেন। এ ক্ষেত্রে একজন সশস্ত্র জওয়ানের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা যুক্তিসঙ্গত নয়। দীপক থানা থেকে পালিয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছে, তা-ও মিথ্যা। এ দিন দু’পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শুনে বিচারক দু’জনকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরিষাহাটের ওই বাড়িতে বেআইনি নোটের কারবার চলছে বলে তাঁর কাছে খবর ছিল, দাবি দীপকের। সে জন্যই তিনি অভিযানে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। কিন্তু দুষ্কৃতী আলতাফ তাঁকে লক্ষ্য করে গুলি চালানোয় আত্মরক্ষায় তাঁকেও পাল্টা গুলি চালাতে হয় বলে পুলিশকে জানিয়েছেন দীপক। গুলিতে মারা যায় দাগি দুষ্কৃতী আলতাফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SSB Jawans Police Custody
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE