Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাবুলের বিরুদ্ধে চার্জশিট পেশ

তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রকে কটুক্তি করার অভিযোগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বৃহস্পতিবার আলিপুর আদালতে চার্জশিট জমা দিল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০৩:১২
Share: Save:

তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রকে কটুক্তি করার অভিযোগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বৃহস্পতিবার আলিপুর আদালতে চার্জশিট জমা দিল পুলিশ।

লালবাজার জানায়, ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় (মহিলার উদ্দেশে অশালীন শব্দ ব্যবহার বা অঙ্গভঙ্গি) সাংসদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। বাবুলের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও আলিপুর থানার তদন্তকারী অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদই করেননি বলেও অভিযোগ উঠেছে। এ দিন রাতে বাবুল বলেন, ‘‘পুলিশের আচরণ শিশুসুলভ। এটাকে রাজনীতি বললে, রাজনীতির অপমান করা হবে।’’ তদন্তকারীদের অবশ্য দাবি, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করাটা বাধ্যতামূলক নয়।

চলতি বছরের ৩ জানুয়ারি একটি চ্যানেলের ‘লাইভ’ অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রকে ‘কটূক্তি’ করার অভিযোগ ওঠে বাবুলের বিরুদ্ধে। মহুয়া মৈত্রর অভিযোগ, অনুষ্ঠানে বাবুল তাঁর উদ্দেশে মন্তব্য করেন, ‘‘মহুয়া তুমি কি মহুয়া খেয়ে আছ?’’ মন্ত্রীর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরের দিনই আলিপুর থানায় বাবুলের বিরুদ্ধে এফআইআর করেন মহুয়া।

তদন্তের সময়ে ম্যাজিস্ট্রেটের কাছে মহুয়ার গোপন জবানবন্দিও নথিভূক্ত করা হয়। এর পর দু’বার বাবুল সুপ্রিয়কে আলিপুর থানায় ডেকে পাঠানো হয়। কিন্তু দিল্লিতে সংসদ এবং দফতরের কাজে ব্যস্ত থাকায় পুলিশের কাছে হাজিরা দিতে পারেননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babul Supriyo BJP Mahua Moitra TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE