Advertisement
১৯ এপ্রিল ২০২৪
আজ সমাবর্তন খড়্গপুরে

ছ’বছর পর ফের রাষ্ট্রপতি আইআইটিতে

২০১০ সালে অন্য একটি অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আইআইটি-তে এসেছিলেন। শেষবার ২০১২ সালের সেপ্টেম্বরে সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

ফাইল চিত্র

ফাইল চিত্র

দেবমাল্য বাগচী
খড়্গপুর শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ০১:৩৭
Share: Save:

রাজেন্দ্র প্রসাদ, শঙ্করদয়াল শর্মা, এপিজে আব্দুল কালাম, প্রণব মুখোপাধ্যায়…

আইআইটি-তে আগেই পা রেখেছেন দেশের চার জন রাষ্ট্রপতি। এ বার ৬৪তম সমাবর্তনে আজ, শুক্রবার আইআইটি-তে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির সঙ্গে সমাবর্তনে উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সমাবর্তন উপলক্ষে আইআইটি-তে তৎপরতা তুঙ্গে।

১৯৫৯ সালের ডিসেম্বরে প্রথমবার আইআইটি-র সমাবর্তনে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। ১৯৯৪ সালের জুলাইয়ে সমাবর্তনে আসেন তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা। ২০১০ সালে অন্য একটি অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আইআইটি-তে এসেছিলেন। শেষবার ২০১২ সালের সেপ্টেম্বরে সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

এ বারও সমাবর্তনে রাষ্ট্রপতি আসছেন, তাই ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। পরিবর্তন করা হয়েছে সমাবর্তনের অনুষ্ঠানের জায়গা। প্রতিবার আইআইটির নেতাজি অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়। যদিও এ বার অনুষ্ঠান হবে টেগোর ওপেন থিয়েটারে। ওপেন থিয়েটার ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কৃষি বিভাগের পাশের মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। আইআইটি-র রেজিষ্ট্রার ভৃগুনাথ সিংহ বলেন, “এ বার আমাদের সমাবর্তন অনুষ্ঠান দু’টি পর্যায়ে আয়োজন করা হয়েছে। গোটা নিরাপত্তার বিষয়টি প্রশাসন ও রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষীরা দেখছে। আমাদের পক্ষ থেকে যা করণীয় তা করছি। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে।”

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আইআইটি-তে বেলা ১১টা নাগাদ পৌঁছে যাবেন রাষ্ট্রপতি। দিল্লি থেকে বিমানে তিনি কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটিতে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে আইআইটিতে পৌঁছনোর কথা রয়েছে। আবহাওয়া খারাপ থাকলে কলাইকুণ্ডা থেকে সড়কপথেও রাষ্ট্রপতি আইআইটি যেতে পারেন। তাই সড়কপথেও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কেটে দেওয়া হচ্ছে হাম্প। বেশ কিছুটা অংশ রেলের এলাকা হওয়ায় দায়িত্ব নিয়ে আরপিএফও। খড়্গপুর রেলের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার অশোককুমার রায় বলেন, “আমাদের ৬০ জন আধিকারিক-কর্মী রাষ্ট্রপতি নিরাপত্তায় থাকছেন। আমরা আমাদের এলাকার রাস্তার হাম্প ভেঙে দিচ্ছি।” খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “রাষ্ট্রপতি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই শহরে আগমন ঘিরে আমাদের প্রায় আড়াই হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন। আমাদের প্রস্তুতি প্রায় শেষ।”

প্রতি বছর আইআইটি-র সমাবর্তন অনুষ্ঠান ঘিরে থাকে উৎসবের মেজাজ। দেশের চার জন রাষ্ট্রপতি ছাড়ও এর আগে জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাধাকৃষ্ণণ, মনমোহন সিংহ-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছেন আইআইটি-তে। আইআইটি সূত্রে জানা গিয়েছে, এ বার স্নাতক, স্নাতকোত্তর ও গবেষক পড়ুয়া মিলিয়ে মোট ২ হাজার ৬১৬ জন অন্তিম বর্ষের উত্তীর্ণ পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেবেন খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ১৮০০ জন সদ্য উত্তীর্ণ পড়ুয়া। সব মিলিয়ে ওই ওপেন থিয়েটারে তিন হাজার লোক হাজির থাকবে।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক ছাত্রী অন্বেষা সেনগুপ্ত বলেন, “আমার জীবনে সবচেয়ে বড় ও সর্বশেষ ডিগ্রি পেতে চলেছি। কারণ এর পরে আর কোথাও ডিগ্রি পাওয়ার সুযোগ থাকে না। তাই আইআইটি-র এই ডিগ্রি আমার কাছে স্পেশ্যাল। তার ওপরে রাষ্ট্রপতির উপস্থিতিতে এই ডিগ্রি পাওয়া বাড়তি পাওনা।” আইআইটি-র অধ্যাপক সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলেন, “আমি ৩০ বছর আইআইটিতে রয়েছি। এর আগে আমি তিন জন রাষ্ট্রপতিকে দেখেছি। এক অন্য অনুভূতি। বিশেষ করে পড়ুয়াদের জন্য এটা
একটা উপহার।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IIT Kharagpur Convocation Ram Nath Kovind
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE