Advertisement
২০ এপ্রিল ২০২৪

বিক্ষোভে বদলি, চিঠি মুখ্যমন্ত্রীকে

নবান্নে দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখানোয় সরকারি কর্মীদের প্রথমে গ্রেফতার এবং তার পরে বদলির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৯
Share: Save:

নবান্নে দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখানোয় সরকারি কর্মীদের প্রথমে গ্রেফতার এবং তার পরে বদলির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। চিঠিতে তিনি লিখেছেন, বকেয়া মহার্ঘ ভাতা, ষষ্ঠ বেতন কমিশন-সহ কিছু প্রশ্নে সরকারি কর্মচারীরা নিয়ম মেনেই টিফিনের বিরতির সময়ে দাবি জানাচ্ছিলেন। তখন নবান্নে যে ভাবে তাঁদের ‘নিগ্রহ’ ও গ্রেফতার এবং পরে প্রত্যেককেই তাৎক্ষণিক বদলির ব্যবস্থা করা হয়, তাতে সরকারের ‘দুরভিসন্ধি’ এবং প্রতিহিংসামূলক মনোভাব’ স্পষ্ট হয়েছে বলে সুজনবাবুর অভিযোগ। তিনি সোমবার বলেন, ‘‘কর্মচারীদের উপরে চাপসৃষ্টি, ভয়-ভীতি প্রদর্শন, প্রতিহিংসামূলক ব্যবস্থা গ্রহণ সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন।’’ কর্মচারীদের শাস্তিমূলক বদলির তীব্র প্রতিবাদ জানিয়েছে কো-অর্ডিনেশন কমিটিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE