Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কলাইকুন্ডায় বায়ুসেনা ঘাঁটিতে অবস্থান

অভিযোগে কাজ বন্ধ করে অবস্থানে বসলেন বায়ুসেনার সিভিল ওয়ার্কস বিভাগের কর্মীরা। সোমবার কলাইকুন্ডায় বায়ুসেনা ঘাঁটির বাইরে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলাইকুন্ডা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০৪:২০
Share: Save:

ঠিকাদারের মদতে বেআইনি কাজ চললেও শাস্তি মিলেছে এক স্থায়ী কর্মীর। এমনই অভিযোগে কাজ বন্ধ করে অবস্থানে বসলেন বায়ুসেনার সিভিল ওয়ার্কস বিভাগের কর্মীরা। সোমবার কলাইকুন্ডায় বায়ুসেনা ঘাঁটির বাইরে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, এ দিন দুপুরে তাঁদের সঙ্গে আলোচনায় বসেন কর্তৃপক্ষ। কিন্তু ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা, চাকরি থেকে বসিয়ে দেওয়া কর্মীকে পুনর্নিয়োগ, বাইরের গাড়ি বায়ুসেনা ঘাঁটিতে ঢোকা বন্ধ, অস্থায়ীদের মজুরি বৃদ্ধির মতো দাবিগুলি কর্তৃপক্ষ মেনে নেননি। ফলে রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অবস্থান চলছে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে খান্ডেলওয়ালকে ফোন করলে তিনি ধরেননি। জবাব মেলেনি এসএমএসের। প্রায় ৩৫০ স্থায়ী কর্মীর এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছে ৩টি কর্মচারী সংগঠন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalaikunda Air force station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE