Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Local News

পরিদর্শন না করেই সভার ছাড়পত্র দিয়েছিল পূর্ত দফতর!

ভেঙে পড়া সেই মঞ্চ। —ফাইল চিত্র

ভেঙে পড়া সেই মঞ্চ। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ১৪:৫৫
Share: Save:

শুধুমাত্র প্রধানমন্ত্রীর মঞ্চ পরিদর্শন করেই মেদিনীপুরের সভার ছাড়পত্র দিয়েছিল পূর্ত দফতর। বাকি তিনটি দর্শকাসন, তার কাঠামো এবং ছাউনি— সেগুলোর কোনওটাইতারা পরিদর্শন করেনি। কেন্দ্রীয় তদন্তকারী দলকে এমনটাই জানিয়েছে পূর্ত দফতর।

বুধবার মেদিনীপুর সার্কিট হাউসে কেন্দ্রীয় তদন্তকারী দল রাজ্য সরকারের অন্য দফতরগুলির সঙ্গে পূর্ত দফতরের আধিকারিকদেরও ডেকে পাঠিয়েছিল তদন্তের প্রয়োজনে। কারণ আয়োজকদের তরফে কেন্দ্রীয় তদন্তকারীদের জানানো হয়েছিল, পূর্ত দফতরের প্রয়োজনীয় ছাড়পত্র নিয়েই তারা সে দিনের অনুষ্ঠান করেছে। পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল কেন্দ্রীয় তদন্তকারী দলের সঙ্গে দেখা করে।

কেন্দ্রীয় তদন্তকারী দলের তিন প্রতিনিধি মঙ্গলবারই কলকাতা পৌঁছন। কেন্দ্রের নিরাপত্তা বিষয়ক সচিব এস কে সিন্হা এবং যুগ্ম সচিব আরতি ভাটনগর ওই দলে রয়েছেন।কেন্দ্রীয় দলটি ওই দিনই মেদিনীপুরে সভাস্থল ঘুরে দেখে এবং সার্কিট হাউসে দফায় দফায় কথা বলে বিজেপি নেতা এবং পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে।

আরও পড়ুন: দুর্ঘটনায় বিজেপির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রাজ্যের

সূত্রের খবর, এ দিন পূর্ত দফতরের অফিসারদের কেন্দ্রীয় তদন্তকারী দল জিজ্ঞেস করে, কেন ছাড়পত্র দেওয়া হয়েছিল? কেন্দ্রীয় প্রতিনিধি দলের ওই প্রশ্নের জবাবে পূর্ত দফতরের ওই প্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রী আসার তিন দিন আগে এসপিজি-র সঙ্গে তাঁদের একটি সমন্বয় বৈঠক হয়। সেই বৈঠক অনুসারে তাঁরা শুধু প্রধানমন্ত্রীর মঞ্চ পরিদর্শন করে তাতে ছাড়পত্র দেয়। কিন্তু, বাকি তিনটি দর্শকাসন? সূত্রের খবর, প্রদীপবাবুরা কেন্দ্রীয় তদন্তকারীদের জানিয়েছেন, ৫০ হাজার দর্শকের জন্য নির্মাণ করা তিনটি আলাদা আলাদা ছাউনিওয়ালা কাঠামো তাঁরা আদৌ পরিদর্শন করেননি।পূর্ত দফতরের অফিসাররা জানান, প্রধানমন্ত্রীর মঞ্চ ছাড়া বাকিটা দেখার দায়িত্ব তাঁদের ছিল না।

আরও পড়ুন: ছাউনি ভাঙার মুহূর্তের সিসিটিভির ফুটেজই নেই!

এই জবাবে কার্যত বিস্ময় প্রকাশ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁরা ওই অফিসারদের জানিয়ে দেন, এসপিজির সঙ্গে সমন্বয় বৈঠকে কখনই এটা নির্দিষ্ট হতে পারে না যে, স্থানীয় প্রশাসন শুধু প্রধানমন্ত্রী মঞ্চই পরিদর্শন করবে এবং তার ভিত্তিতেই সভার ছাড়পত্র দেবে। তাঁদের মতে, প্রধানমন্ত্রীর মঞ্চ যেখানে সেই ডি জোন (এসপিজির পরিভাষায় ‘ক্লোজ প্রক্সিমিটি’) দেখার দায়িত্বে এসপিজি থাকে এটা ঠিক। কিন্তু যে মাঠে প্রধানমন্ত্রী সভা হবে, সেখানে যাতে কোনও বিশৃঙ্খলা, সমস্যা বা দুর্ঘটনা না ঘটে সেটা সম্পূর্ণই রাজ্যের এক্তিয়ারভুক্ত। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী দল পূর্ত দফতরের অফিসারদের স্পষ্ট ভাবে জানিয়ে দেন, এসপিজি কখনই তা দেখার প্রয়োজন নেই বলে নির্দেশ দিতে পারে না।

আরও পড়ুন: দুর্ঘটনায় কোন্দল প্রকট বিজেপিতে

মঙ্গলবার বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর রাতে মেদিনীপুর সার্কিট হাউসেই ছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বুধবার সকালে আরতি ভাটনগর এবং এসকে সিন্‌হাফের এক বার ঘটনাস্থল পরিদর্শন করেন। সূত্রের খবর, এখনও পর্যন্ত তাঁরা স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরগুলির নিজেদের মধ্যে এবং তাদের সঙ্গে আয়োজকদের মধ্যে বড়সড় সমন্বয়ের অভাব চিহ্নিত করেছেন। এ দিন বিকালেই সব দিক খতিয়ে তারা রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে। প্রয়োজনে তাঁরা নবান্নেও কথা বলবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Midnapore Modi Meeting Stage Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE