Advertisement
১৬ এপ্রিল ২০২৪
State News

পুজোয় কলকাতায় আসতে না পেরে দুঃখিত, বার্তা রাহুলের

আগামী কাল, ১৭ অক্টোবর কলকাতা সফরের কথা ছিল রাহুল গাঁধীর। এর আগে প্রদেশ কংগ্রেস কমিটির সেই অনুরোধে সাড়াও দিয়েছিলেন রাহুল।

আগামী কাল কলকাতা সফরের কথা ছিল রাহুল গাঁধীর। —ফাইল চিত্র।

আগামী কাল কলকাতা সফরের কথা ছিল রাহুল গাঁধীর। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ২৩:২০
Share: Save:

নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত থাকায় এই মুহূর্তে দিল্লি ছেড়ে কলকাতায় আসতে পারবেন না। মঙ্গলবার চিঠি লিখে জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ফলে বুধবার পুজোয় এ শহরে দেখা যাবে না তাঁকে।

মা দুর্গা অশুভের বিরুদ্ধে শুভের জয়ের প্রতীক। সমাজের নানা স্তরে অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার সাহস এবং শক্তি সঞ্চয় হোক দুর্গাপুজো উদ্‌যাপনে। এ ভাবেই বাংলার জন্য শারদীয়ার বার্তা পাঠালেন রাহুল গাঁধী।

মঙ্গলবার, সপ্তমীর সন্ধ্যায় দলীয় সংগঠন মারফত জারি করা বার্তায় কংগ্রেস সভাপতি জানিয়েছেন, কলকাতায় এসে পুজোর আবহ অনুভব করা এবং আনন্দ ভাগ করে নেওয়ার ইচ্ছা তাঁর ছিল। কিন্তু কয়েকটি রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকে তাঁকে দিল্লিতে আটকে যেতে হচ্ছে।

আরও পড়ুন: পুজোয় চাই রাফাল, কপালে ভাঁজ বাংলার কংগ্রেস নেতাদের!

আরও পড়ুন: রাহুলের বদলে পুজো দেখতে অন্য দুই নেতা

প্রদেশ কংগ্রেসের কমিটির উদ্দেশে লেখা ওই চিঠিতে রাহুল লিখেছেন, “আপনাদের সকলের সঙ্গে দুর্গা পুজোয় উৎসবে শামিল হতে কলকাতায় উপস্থিত থাকার ইচ্ছে ছিল। তবে দুর্ভাগ্যজনক ভাবে, এই মুহূর্তে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় দিল্লি ছেড়ে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না।” তবে এখনই কলকাতায় না আসতে পারলেও অদূর ভবিষ্যতে এ শহরে পা রাখার কথাও জানিয়েছেন রাহুল। রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তিনি। সেই সঙ্গে জোয় কলকাতায় আসতে না পারায় তাঁর আক্ষেপের কথাও বলেছেন রাহুল। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কলকাতায় আসবেন এবং কংগ্রেস কর্মীদের সঙ্গে মিলিত হবেন।

আগামী কাল, ১৭ অক্টোবর কলকাতা সফরের কথা ছিল রাহুল গাঁধীর। এর আগে প্রদেশ কংগ্রেস কমিটির সেই অনুরোধে সাড়াও দিয়েছিলেন রাহুল। শহরে দুর্গা পুজো দেখার পাশাপাশি বেলুড় মঠে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে রাজস্থান এবং মধ্যপ্রদেশ বিধানসভা ভোটের প্রস্তুতি ব্যস্ত থাকায় আপাতত সেই সফর বাতিল করতে হচ্ছে তাঁকে।

রাহুল গাঁধীর লেখা চিঠি। —নিজস্ব চিত্র।

রাহুল না এলেও প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে, এআইসিসি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ এবং রাজ বব্বর এ রাজ্যে আসবেন। রাহুল এলে বুধবার, অষ্টমীর দিনে তাঁকে কলেজ স্কোয়ারের পুজোমণ্ডপে নিয়ে যেতে চেয়েছিলেন রাজ্যের কংগ্রেস নেতারা। রাহুলের পরিবর্তে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদের বুধবার দুপুরে কলেজ স্কোয়ারে যাওয়ার কথা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE