Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ব্যস্ততা অন্যত্র, জটে রাহুলের পুজো-সফর

পুজোর কলকাতায় সম্ভবত আসছেন না কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস সূত্রে এমন সম্ভাবনার কথাই জানা যাচ্ছে। কলেজ স্কোয়ার পুজো কমিটির উদ্যোক্তারাও রাহুল আসছেন না ধরে আর বিশেষ কোনও আয়োজনের দিকে এগোচ্ছেন না।

রাহুল গাঁধী

রাহুল গাঁধী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ০৩:৩৭
Share: Save:

পুজোর কলকাতায় সম্ভবত আসছেন না কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস সূত্রে এমন সম্ভাবনার কথাই জানা যাচ্ছে। কলেজ স্কোয়ার পুজো কমিটির উদ্যোক্তারাও রাহুল আসছেন না ধরে আর বিশেষ কোনও আয়োজনের দিকে এগোচ্ছেন না।

প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সোমেন মিত্র দায়িত্ব নেওয়ার পরে নতুন কার্যনির্বাহী কমিটির সঙ্গে দিল্লিতে বৈঠকে রাহুলকে প্রস্তাব দেওয়া হয়েছিল, পুজোর সময়ে এক দিন রাজ্যে আসার। বলা হয়েছিল কলেজ স্কোয়ারের পুজোর কথা, যেখানে কংগ্রেস নেতারাই উদ্যোক্তার ভূমিকায় থাকেন। এমন প্রস্তাবে উৎসাহ দেখিয়েছিলেন রাহুলও। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, কলেজ স্কোয়ারে অষ্টমীর দিন পুজো দেখার পাশাপাশি বেলুড় মঠেও যাবেন তিনি। কিন্তু রাহুলের সফরসূচি চড়ান্ত করে শনিবার পর্যন্ত কোনও চিঠি প্রদেশ কংগ্রেস বা পুজো উদ্যোক্তাদের কাছে আসেনি। নিরাপত্তার বন্দোবস্তও শুরু হয়নি। বরং, ১৭ অক্টোবর দিল্লিতে এআইসিসি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) বৈঠক ডাকা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। তাই কংগ্রেস সভাপতির এ যাত্রায় আর কলকাতায় পুজো দেখতে আসা হচ্ছে না বলেই মনে করছেন প্রদেশ কংগ্রেস নেতারা।

কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির মুখ্য সংগঠক এবং কংগ্রেস নেতা বাদল ভট্টাচার্যের কথায়, ‘‘এ বার কংগ্রেস সভাপতির পুজো দর্শনের কর্মসূচি সম্ভবত হচ্ছে না। এখনও পর্যন্ত তা-ই মনে হচ্ছে।’’ তৃতীয়ায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী পুজোর উদ্বোধন করেছেন।

এরই মধ্যে এআইসিসি-র তরফে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান হিসেবে বিধায়ক মিল্টন রশিদকে নিয়োগ করা হয়েছে। প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর জমানাতেই মিল্টন ওই দায়িত্ব পেয়েছিলেন। তাঁকেই পুনর্নিয়োগ করা হয়েছে। তার পাশাপাশি ভোটমুখী ছত্তীশগ়ঢ় ও তেলঙ্গানায় সংখ্যালঘু শাখার চেয়ারম্যান করা হয়েছে যথাক্রমে সৈয়দ ইমতিয়াজ হায়দর ও শেখ আবদুল্লা সোহেলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE