Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Weather

নিম্নচাপের আশায় গাঙ্গেয় বঙ্গ

নিম্নচাপটির জেরে ওড়িশা, ছত্তীসগঢ় এবং বিদর্ভ ভারী বৃষ্টি পেতে পারে বলে মৌসম ভবনের বিজ্ঞানীরা মনে করছেন। 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২০ ০৪:০৪
Share: Save:

ফের বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে একটি নিম্নচাপ। তবে সেটি গাঙ্গেয় বঙ্গকে পুরোপুরি বঞ্চিত না-করলেও কতটা জোরালো বৃষ্টি দেবে তা এখনও স্পষ্ট নয়। নিম্নচাপটির জেরে ওড়িশা, ছত্তীসগঢ় এবং বিদর্ভ ভারী বৃষ্টি পেতে পারে বলে মৌসম ভবনের বিজ্ঞানীরা মনে করছেন। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলছেন, ‘‘উত্তর এবং লাগোয়া পশ্চিম-মধ্য় বঙ্গোপসাগরের যেখানে নিম্নচাপটি তৈরি হবে সেখান থেকে যদি একটু উপরে সরে আসে তা হলে গাঙ্গেয় বঙ্গে ভাল বর্ষা মিলবে। না-হলে ওড়িশাই তার সিংহভাগ বৃষ্টি পাবে। তবে বায়ুমণ্ডলের যা গতিবিধি তাতে নিম্নচাপটি উপরের দিকে সরে আসতে পারে।’’ তাঁৱ মতে, নিম্নচাপটি দানা বাঁধার পরেই এটা স্পষ্ট বোঝা ভাবে বোঝা যাবে।’’মৌসম ভবনের খবর, আগামী কয়েক দিন উত্তর-পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশেও জোরালো বৃষ্টি হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weather Rain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE