Advertisement
১৮ এপ্রিল ২০২৪

উত্তরে ভারী বৃষ্টি, রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গ

উত্তরবঙ্গে সে হয়ে উঠতে পারে অপ্রতিরোধ্য। এমনই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

জল-যন্ত্রণা: ওয়াটার পার্ক নয়, শহরের আলিপুর বডিগার্ড লাইনের অবস্থা এমনই। ছবি: স্বাতী চক্রবর্তী।

জল-যন্ত্রণা: ওয়াটার পার্ক নয়, শহরের আলিপুর বডিগার্ড লাইনের অবস্থা এমনই। ছবি: স্বাতী চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৮ ০৩:২১
Share: Save:

ঘূর্ণাবর্তের কারসাজিতে এ বার দক্ষিণবঙ্গে বর্ষার ধার কিছুটা কমতে পারে। যদিও উত্তরবঙ্গে সে হয়ে উঠতে পারে অপ্রতিরোধ্য। এমনই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের খবর, আজ, বুধবার সারা দিনই কমবেশি বৃষ্টি চলবে। কাল, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমতে পারে। উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড় ও তরাই অঞ্চলে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় সতর্কবার্তা জারি করেছেন আবহবিদেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে বলেন, ‘‘উত্তরবঙ্গে সতর্কতা বহাল থাকবে। দক্ষিণবঙ্গে আর খুব বেশি বর্ষণের খবর নেই।’’

সোমবার গাঙ্গেয় বঙ্গে জোরালো বৃষ্টি হয়েছিল। মঙ্গলবার সকাল পর্যন্ত চলছিল সেই বৃষ্টি। তবে বেলা বাড়ার পরে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি তেমন হয়নি। রাতের দিকে ফের আবহাওয়ার অবনতি হয়। এ ভাবে বৃষ্টির কমছে-বাড়ছে কেন?

আরও পড়ুন: ৭ বছরের রেকর্ড ভাঙল জুনের বৃষ্টি! চলবে আগামী দু’দিন

কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা একটি ঘূর্ণাবর্তের জন্যই কলকাতা ও সংলগ্ন এলাকায় বর্ষা অতি সক্রিয় হয়ে উঠেছিল। সেই ঘূর্ণাবর্ত এ দিন সকালে দক্ষিণ বাংলাদেশ উপকূলের দিকে সরে গিয়েছিল। কিন্তু সেটি ফের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সরে আসতে পারে। তার ফলে মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হয়েছে। ওই দুই জেলায় বুধবারেও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গের বাকি জেলাগুলিতেও।

তবে এর পরেই আরব সাগরের অতি সক্রিয় নিম্নচাপ বঙ্গোপসাগর উপকূল থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে যেতে পারে বলে জানাচ্ছেন আবহবিদেরা। তার ফলে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগর উপকূলে ফের কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হলে গাঙ্গেয় বঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় হবে। তবে উত্তর-পূর্বাঞ্চলে বর্ষা অতি সক্রিয় থাকায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE