Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বৃষ্টি চলবে, পুজোয় ঘনাচ্ছে আশঙ্কার মেঘ

মধ্যেই গন্তব্যের পথে। বৃহস্পতিবার, ধর্মতলায়। ছবি: সুমন বল্লভ

মধ্যেই গন্তব্যের পথে। বৃহস্পতিবার, ধর্মতলায়। ছবি: সুমন বল্লভ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩২
Share: Save:

বর্ষার শুরুতে বর্ষণের জন্য হাপিত্যেশ করতে হয়েছে গাঙ্গেয় বঙ্গের বাসিন্দাদের। আর এখন, মহোৎসবের মুখে টানা বৃষ্টিই ঘনিয়ে আনছে আশঙ্কা। আকাশের মেজাজমর্জি দেখে বাঙালির মুখে মুখে প্রশ্ন ঘুরছে, দেবীপক্ষেও কি এমনই বৃষ্টি চলবে? শেষ পর্যন্ত উৎসবের মেজাজ পণ্ড হয়ে যাবে কি না, তা নিয়ে বেজায় দোলাচলে পুজোকর্তা থেকে আমজনতা। আবহবিদেরাও আপাতত আশ্বাসবাণী শোনাতে পারছেন না।

কেন্দ্রীয় আবহবিজ্ঞান দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানান, আপাতত শনিবার পর্যন্ত কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি চলবে। তবে মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিই হবে। আগামী রবি ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে।

আবহবিদরা কেউ কেউ মনে করছেন, দেবীপক্ষ শুরু হয়ে গেলে বরুণদেবের মেজাজ শান্ত হতে পারে। কিন্তু তাতে ঝকঝকে রোদ মিলবে কি না, তার নিশ্চয়তা নেই। এক আবহবিদের মতে, বৃষ্টি না-হলেও দেবীপক্ষে শুকনো খটখটে আকাশ পাওয়ার আশা কম। এই পরিস্থিতিতে কপালের ভাঁজ চওড়া হচ্ছে পুজোকর্তাদের। টালা সরকারবাগানে এ বার ‘পাখি বাঁচানোর’ থিমের মণ্ডপ। তার অনেকটাই কাগজের মতো নরম উপাদানে তৈরি। ‘‘বৃষ্টির জন্য মণ্ডপের বাইরের অংশে কাজ পণ্ড হয়েছে,’’ বলছেন পুজোকর্তা দেবজ্যোতি দে। পটুয়াপাড়ায় ব্লো-ল্যাম্প জ্বেলে প্রতিমার রং শুকোনোর কাজ চলছে।

তবে আশা ছাড়ছেন না অনেকে। বলছেন, প্রকৃতির খামখেয়ালে হয়তো আচমকাই বৃষ্টি বন্ধ হয়ে শরতের নীল আকাশ উঁকি দিতে পারে। যা শুনে মুচকি হাসছেন আবহবিজ্ঞানীদের অনেকেই। বলছেন, ‘‘প্রকৃতির খামখেয়ালে বিপর্যয় তো অনেক হয়। এ বার একটু উল্টো হলে ক্ষতি কী?’’

প্রশ্ন, সত্যিই তেমন হবে কি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meteorological Department Rain Durga Puja 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE