Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কণ্ঠ ‘জাল’, ভারতীর অভিযোগ সিআইডি-তে

বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ দাবি করেন, ‘‘ওই ভয়েস ভারতী ঘোষের নয়। ওটা জাল রেকর্ডিং। ওঁর বদনাম করার জন্য এই মিথ্যা প্রচার করা হচ্ছে।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০১৯ ০২:১৩
Share: Save:

এনআরএস-কাণ্ডে তাঁকে জড়িয়ে একটি ‘জাল’ ভয়েস রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বলে সিআইডি-তে অভিযোগ দায়ের করলেন ভারতী ঘোষ। ভারতীর একটি ভয়েস রেকর্ডিং রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে, এনআরএস-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের ‘কৌশল’ সম্পর্কে ‘পরামর্শ’ দিচ্ছেন ভারতী। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ দাবি করেন, ‘‘ওই ভয়েস ভারতী ঘোষের নয়। ওটা জাল রেকর্ডিং। ওঁর বদনাম করার জন্য এই মিথ্যা প্রচার করা হচ্ছে।’’ আর ভারতী জানান, এ দিন বিকেলে ই-মেল মারফৎ অভিযোগ দায়ের করা হয়েছে সিআইডি-র কাছে। তাঁর কথায়, ‘‘আমি আশাবাদী, ওই ভয়েস রেকর্ডিং কে বা কারা তৈরি করেছে, তা সিআইডি খুঁজে বের করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bharati GHosh Voice Clip CID
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE