Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্কাইওয়াক চালু হতে পারে কালীপুজোয়

দক্ষিণেশ্বর স্কাইওয়াকের কাজ প্রায় শেষ। আগামী সপ্তাহের শেষের দিকে ‘ফিট সার্টিফিকেট’ দেবে রাইটস।

তৈরি হচ্ছে দক্ষিণেশ্বর স্কাইওয়াক। —ফাইল ছবি

তৈরি হচ্ছে দক্ষিণেশ্বর স্কাইওয়াক। —ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪২
Share: Save:

দক্ষিণেশ্বর স্কাইওয়াকের কাজ প্রায় শেষ। আগামী সপ্তাহের শেষের দিকে ‘ফিট সার্টিফিকেট’ দেবে রাইটস। তার পরে ওই স্কাইওয়াক দিয়ে লোক চলাচল করিয়ে সব ঠিক রয়েছে কি না দেখা হবে। স্কাইওয়াকের লিফট, এসক্যালেটর-সহ খুঁটিনাটি সব ঠিক মতো কাজ করছে কি না যাচাই করা হবে তা-ও। ৭ নভেম্বর কালীপুজোর সময় নাগাদ স্কাইওয়াক চালু করতে চাইছেন দক্ষিণেশ্বরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী।

কুশলবাবু জানান, বিভিন্ন এলাকায় যে ভাবে সেতু ভেঙে পড়ছে তা দেখে কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছে না কেএমডিএ। তাঁর কথায়, ‘‘ফিট সার্টিফিকেট পাওয়ার পরেও অনেক কাজ বাকি থাকে। মন্দিরে প্রবেশ ও বেরোনোর আটটি গেটে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। স্কাইওয়াকের ভিতরেও থাকছে সিসিটিভি-র নজরদারি, মাইকে ঘোষণার ব্যবস্থা।’’

কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, স্কাইওয়াকের ভার বহন ক্ষমতা ঠিক মতো হয়েছে কিনা সে পরীক্ষা শেষ হওয়ার কথা ২৫ সেপ্টেম্বর। তার পরেই পাওয়া যাবে ফিট সার্টিফিকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sky Walk Dakshineswar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE