Advertisement
১৭ এপ্রিল ২০২৪

বিশ্ববিদ্যালয়ে দরপত্র ছাড়াই নিয়োগে প্রশ্ন

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চুক্তির ভিত্তিতে ৯৫ জন সাফাইকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু নতুন দরপত্র ছাড়া কী ভাবে এমন সিদ্ধান্ত হল, তা নিয়েই বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০৩:৪৯
Share: Save:

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চুক্তির ভিত্তিতে ৯৫ জন সাফাইকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু নতুন দরপত্র ছাড়া কী ভাবে এমন সিদ্ধান্ত হল, তা নিয়েই বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বেসরকারি সংস্থা থেকে নেওয়া নিরাপত্তা কর্মীদের ‘বোনাস’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষ আদৌ এ কাজ করতে পারেন কি না, সেই প্রশ্ন উঠছে শিক্ষা শিবিরে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এই দু’টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসের জন্য ৯৫ জন সাফাইকর্মীকে ১২০ দিনের চুক্তির ভিত্তিতে কাজে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কিছু দিন আগে গ্রন্থাগারের জন্য সাফাইকর্মী নিয়োগের দরপত্র ডাকা হয়েছিল। কর্তৃপক্ষের যুক্তি, সেই দরপত্র অনুযায়ী এই কর্মীদেরও নেওয়া হল। কিন্তু বিশ্ববিদ্যালয় মহলে অনেকেরই বক্তব্য, এটি নিয়মবিরুদ্ধ। এরই সঙ্গে একটি নিরাপত্তা সংস্থা থেকে নেওয়া বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসের জন্য নিরাপত্তারক্ষীদের পুজোর বোনাস বিশ্ববিদ্যালয়ই দেবে বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণির কর্মীর বক্তব্য, এই ধরনের কোনও নিয়ম নেই। অন্য বিশ্ববিদ্যালয়েও এমন নিয়ম নেই বলে তাঁদের দাবি। এই বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে ফোন ও টেক্সট মেসেজ করা হয়েছিল। তাঁর জবাব মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE