Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পাশ-ফেল নিয়ে কেন্দ্র চুপ কেন, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

কেন্দ্র চায়, রাজ্যও চায়। কিন্তু কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশ না-আসায় রাজ্যে স্কুল স্তরে পাশ-ফেল প্রথা ফেরানো যাচ্ছে না। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার জানান, কেন্দ্রের সার্কুলার এখনও আসেনি। এই বিষয়ে কেন্দ্র এখনও চুপ কেন, সেই প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী।

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০৩:১৯
Share: Save:

কেন্দ্র চায়, রাজ্যও চায়। কিন্তু কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশ না-আসায় রাজ্যে স্কুল স্তরে পাশ-ফেল প্রথা ফেরানো যাচ্ছে না। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার জানান, কেন্দ্রের সার্কুলার এখনও আসেনি। এই বিষয়ে কেন্দ্র এখনও চুপ কেন, সেই প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী।

রাজ্য চাইলেই পঞ্চম ও অষ্টমে পাশ-ফেল প্রথা ফের চালু করা হবে বলে দীর্ঘদিন আগে জানিয়েছে কেন্দ্র। কিন্তু শিক্ষার অধিকার আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে সংশ্লিষ্ট বিলটি লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় পাশ হয়নি। সেখানে পাশ হলেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা ফেরানো হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের হাতে চলে যাবে বলে জানিয়েছিল কেন্দ্র। পার্থবাবু এ দিন বলেন, ‘‘ফের পাশ-ফেল প্রথা চালু করার জন্য অনেক আগেই কেন্দ্রকে চিঠি দিয়েছি। আমরা তো রেডি হয়ে বসে আছি। এর পরে জানতে চাইব, ওঁরা কি চান না যে, পাশ-ফেল ফিরুক? তার পরে আমরা বুঝব।’’

কেন্দ্রের সংশোধনীতে বলা আছে, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরাতে হবে। এই নিয়ে রাজ্যের গড়া কমিটি সেপ্টেম্বরে রিপোর্ট দিয়েছে। কিছু রাজনৈতিক দল, শিক্ষক সংগঠন বিরুদ্ধে মত দিলেও পঞ্চম ও অষ্টমেই পাশ-ফেল ফেরার সম্ভাবনা। সেটা ফিরে এলে অকৃতকার্য পড়ুয়াদের দু’মাস পরে ‘রেমিডিয়াল টেস্ট’-এর ব্যবস্থা করা হবে। যে-সব পড়ুয়া এই টেস্টে উত্তীর্ণ হয়ে নতুন ক্লাসে যাবে, তাদের পঠনপাঠন শুরু করতে কিছুটা দেরি হবে। সে-ক্ষেত্রে তাদের জন্য বিশেষ কোনও ব্যবস্থা করা হবে কি না, সেটাও কমিটির বিবেচনায় ছিল। অকৃতকার্য হলে ক্লাসে পড়ুয়ার সংখ্যা বাড়বে। শিক্ষা শিবিরের মতে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

গত বছর উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী বারে বারেই অসন্তোষ প্রকাশ করেছেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্নে যাতে ভুল না-থাকে, সেই বিষয়েও সতর্ক করে দিয়েছেন তিনি। পার্থবাবু এ দিন বলেন, ‘‘এই সব বিষয়ে সরকার সরাসরি থাকে না। বাইরের বিষয়ে প্রশাসনের সঙ্গে আমাদের দফতর কথাবার্তা বলছে। মুখ্যসচিবও মিটিং করছেন।’’ মধ্যশিক্ষা পর্ষদ এ বার সিদ্ধান্ত নিয়েছে, প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে পরীক্ষার হলে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট পুলিশের উপস্থিতিতে খুলবেন প্রধান শিক্ষক। মোবাইল-সহ ধরা পড়লে সে-দিনের পরীক্ষা বাতিল হবে পরীক্ষার্থীর। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আচরণবিধির ব্যাপারে শিক্ষামন্ত্রী এ দিন জানান, এ বিষয়ে তৈরি কমিটি রিপোর্ট জমা দিলে তা খতিয়ে দেখে যা করার করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE