Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Rajeev Kumar

রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ আলিপুর আদালতে

অবশেষে আলিপুর জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুজয় সেনগুপ্ত রায় দিলেন, রাজীব কুমারের আগাম জামিনের আর্জি খারিজ করা হল। ফলে আদালতের এই রায়ে রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার যে আরও বিপাকে পড়লেন তা নিয়ে কোনও সংশয় নেই আইনজীবী মহলে।

আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আর্জি খারিজ রাজীব কুমারের। গ্রাফিক: শৌভিক দেবনাথ

আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আর্জি খারিজ রাজীব কুমারের। গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ২০:১১
Share: Save:

শেষ পর্যন্ত খারিজ হয়ে গেল রাজীব কুমারের আগাম জামিনের আবেদন। প্রায় তিন ঘণ্টার সওয়াল-জবাব, তার পর আরও পাঁচ ঘণ্টার অপেক্ষা—অবশেষে আলিপুর জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুজয় সেনগুপ্ত রায় দিলেন, রাজীব কুমারের আগাম জামিনের আর্জি খারিজ করা হল। ফলে আদালতের এই রায়ে রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার যে আরও বিপাকে পড়লেন তা নিয়ে কোনও সংশয় নেই আইনজীবী মহলে।

শুক্রবারই এই আদালতে রাজীব কুমারের তরফে আগাম জামিনের আর্জি জানানো হয়েছিল। হাইকোর্ট রাজীব কুমারের গ্রেফতারি সংক্রান্ত রক্ষাকবচের মেয়াদ না বাড়ানোয় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার জামিনের আর্জি নিয়ে গিয়েছিলেন বারাসতের এমপি-এমএলএ বিশেষ আদালতে। সেখানে বলা হয়, এই মামলা শোনার এক্তিয়ার তাদের নেই। এর পরেই রাজীবের আইনজীবীরা যান বারাসত জেলা আদালতে। শুনানি শেষে বলা হয়, সারদা মামলা যেখানে চলছে, সেখানেই আবেদন জানাতে হবে। এর পরে আলিপুর জেলা আদালতে আর্জি জানান রাজীবের আইনজীবীরা। সেখানেই এদিন খারিজ হয়ে গেল রাজীবের আগাম জামিনের আর্জি।

এই আলিপুুর আদালতেই এর আগে সিবিআই রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানিয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে বিচারক জানিয়েছিলেন, গ্রেফতারি পরোয়ানা জারি না থাকলেও রাজীবকে গ্রেফতারের ক্ষেত্রে তা কোনও বাধা নয়। এ দিন ১৫ পাতার রায়ে বিচারক সেনগুপ্ত তাঁর যে পর্যবেক্ষণের কথা বলেছেন, তার পরে রাজীবের আইনজীবীরা কোন পথে এগোবেন তা নিয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করছেন তাঁরা। রায় নিয়ে কোনও মন্তব্যই করেননি রাজীবের আইনজীবীরা। রায়ের কপি নিয়ে সিবিআই-এর ভারপ্রাপ্ত অফিসাররা রওনা হন সিজিও কমপ্লেক্সের দিকে। সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি তাঁরাও।

আরও পড়ুন:বিধাননগরের সিপি থাকার সময়ই সারদার বাড়বাড়ন্ত, চিদাম্বরমের উদাহরণ দিয়ে জামিন নাকচের সওয়াল সিবিআইয়ের
আরও পড়ুন:‘সাংসদ-বিধায়করাই নন, মোটা টাকা মাসোহারা দিতে হত পুলিশকেও’, সুদীপ্তের বয়ানই হাতিয়ার সিবিআইয়ের

এই পরিস্থিতিতে রাজীবের আইনজীবীরা কি হাইকোর্টের দ্বারস্থ হবেন? নাকি তাঁরা সরাসরি সুপ্রিম কোর্টে যাবেন? আইনজীবীদের একাংশ বলছেন, দুই আদালতের কোনওটিতে গিয়েই রাজীবের কোনও লাভ হবে না। কারণ হিসেবে তাঁরা বলছেন, হাইকোর্ট ইতিমধ্যেই রাজীবের গ্রেফতারি সংক্রান্ত রক্ষাকবচ তুলে নিয়েছে। পাশাপাশি আদালত জানিয়ে দিয়েছে, প্রয়োজনে রাজীবকে গ্রেফতারও করতে পারে সিবিআই। ফলে সেখানে গিয়ে খুব একটা যে সুরাহা মিলবে না তা স্পষ্ট। অন্য দিকে সুপ্রিম কোর্ট এর আগে জানিয়ে দিয়েছিল যে এ বিষয়ে রাজীব কুমার হাইকোর্টের দারস্থ হতে পারেন। ফলে সুুপ্রিম কোর্টও যে রাজীবকে স্বস্তি দিতে পারবে এমনটা মনে করছেন না আইনজীবীদের ওই অংশ। একই সঙ্গে তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, এই দুই আদালতের দারস্থ হতে হলে সময় খুবই কম। কারণ সামনে পুজোর ছুটি।

ফলে এদিনের রায়ের পর রাজীব কুমার যে মোটেও স্বস্তিতে রইলেন না তা স্পষ্ট। পাশাপাশি সিবিআই-এর একটি সূত্র জানাচ্ছে, রাজীবকে ধরতে তাঁরা এবার আরও আগ্রাসী ভূমিকা নিয়ে মাঠে নামছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajeev Kumar CBI Alipur Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE