Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্বাস্থ্য বোর্ডে পুনর্বাসন পাচ্ছেন রত্না?

চিকিৎসক রাজেনবাবু হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। সেই সঙ্গে এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধানও তিনি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ০৩:১১
Share: Save:

আমলা ও পুলিশের বিভিন্ন স্তরে বদলির পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেও রদবদল শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে চিকিৎসক রাজেন পান্ডেকে অব্যাহতি দেওয়া হতে পারে। নতুন চেয়ারপার্সন হতে পারেন হুগলি লোকসভা কেন্দ্রে পরাজিত তৃণমূল প্রার্থী রত্না দে নাগ।

চিকিৎসক রাজেনবাবু হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। সেই সঙ্গে এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধানও তিনি। রাজেনবাবু শাসক দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। স্বাভাবিক ভাবেই রিক্রুটমেন্ট বোর্ড থেকে তাঁর অপসারণের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশের বক্তব্য, একই সঙ্গে উপাচার্য এবং রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান-পদে আছেন পান্ডে। একটি পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার কথা চলছে অনেক দিন ধরে। লোকসভা ভোটের পরে যে-ভাবে বিজিত প্রার্থীদের বিভিন্ন সরকারি দায়িত্ব দেওয়া হচ্ছে, তার সঙ্গে সাযুজ্য রেখে রিক্রুটমেন্ট বোর্ডের শীর্ষ পদে নতুন নিয়োগ হতে চলেছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রিক্রুটমেন্ট বোর্ডের এক সদস্যকেও সরানো হতে পারে। সম্ভাব্য নতুন দায়িত্বের ব্যাপারে প্রাক্তন তৃণমূল সাংসদ রত্নাদেবীর সঙ্গে এ দিন যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এখনও চিঠি পাইনি।

আগে চিঠি তো পাই!’’ আর পান্ডে বলেন, ‘‘রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের পদে মেয়াদ দু’বছর। সেই হিসেবে মে মাসে আমার মেয়াদ এমনিতেই শেষ হয়ে যাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ratna De Nag Health Department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE