Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুর-তদারকির দলীয়দায়িত্ব পেলেন ফিরহাদ

বৃহস্পতিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘সামনে ভোট আসছে। রাজ্যের পুরসভাগুলিতে দলের কাজ দেখাটা গুরুত্বপূর্ণ বিষয়। পুরসভাগুলিতে দলের কাজ দেখভালের একটি কমিটি রয়েছে। পুরমন্ত্রীর পক্ষে সেই কমিটির দায়িত্ব সামলানো অনেক সুবিধাজনক।’’

পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র

পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০১:১১
Share: Save:

তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের দায়িত্ব আরও কমল। রাজ্যের পুরসভাগুলিতে দলীয় কাজ তদারকির দায়িত্বও এতদিন ছিল তাঁর হাতে। এ বার সেই দায়িত্ব দেওয়া হল পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে।

বৃহস্পতিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘সামনে ভোট আসছে। রাজ্যের পুরসভাগুলিতে দলের কাজ দেখাটা গুরুত্বপূর্ণ বিষয়। পুরসভাগুলিতে দলের কাজ দেখভালের একটি কমিটি রয়েছে। পুরমন্ত্রীর পক্ষে সেই কমিটির দায়িত্ব সামলানো অনেক সুবিধাজনক।’’

পার্থবাবু এই ব্যাখ্যা দিলেও আদতে এই সিদ্ধান্তকে শোভনবাবুর উপর দলের আস্থা কমার লক্ষণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। ব্যক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন তাঁর দলীয় কাজকর্মে ‘মন নেই’ বলে ইতিমধ্যেই তৃণমূলের বিভিন্ন স্তরে গুঞ্জন দানা বেঁধেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এ ব্যাপারে শোভনবাবুকে বারবার ‘সচেতন’ করেছেন।

পুজোর ঠিক মুখেই দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতির দায়িত্ব থেকে শোভনবাবুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী মমতা। পরিবেশ মন্ত্রীর দায়িত্ব থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও তিনি কলকাতার মেয়র এবং আবাসন ও দমকলমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC PWD Firhad Hakim TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE